05-06-2022, 10:58 AM
(05-06-2022, 05:41 AM)Jibon Ahmed Wrote: Just mind blowing
অনেক ধন্যবাদ ♥️
(05-06-2022, 07:57 AM)Black Faith Wrote: আমিও এটাই চাই। বাবলি, আত্রেয়ী এদের চেয়েও সুমিত্রাদেবীকে নিয়ে বেশি ঊত্তেজিত আমি।
(05-06-2022, 09:16 AM)mesayantan Wrote: আমারও বাবলি কে নিয়ে উত্তেজনা টা আসছে না, মিলন টা সুমিত্রাদেবীর সাথে হলে বেশি ভালো লাগতো। যদিও গল্পের build up টা পড়ে মনে হয়না যে তার কোনো সুযোগ আছে বলে। এই গল্পে সম্ভব না হলেও, আশা করবো এরম থিম এর যদি অন্য একটা গল্প লেখেন বাবান দা তাহলে খুব ভালো হয়। Rupakpolo দার লেখা পড়ে প্রথম এই particular theme টার fan হয়েছি, আপনার এই বিষয়ে লেখা গুলো o অসাধারণ।
এখানে একটা কথা বলার। দেখুন সব গল্প নিজের সাথে একটা পরিস্থিতি নিয়ে আসে। আর সেটা মেনেই লেখককে লিখতে হয়। এখন পাঠক অন্য রকম চাইছে ভেবে লেখক যদি জোর করে পরিস্থিতি পরিবর্তন করতে চায় তখন গল্প না এদিকের থাকবে, না ওদিকের। একটা জগাখিচুড়ি হয়ে থেকে যাবে। বাচ্চার মায়ের ওপর বাজে লোকের নজর এই বিষয়টা সেক্স স্টোরিতে একটা আলাদা মাত্রা রাখে সেটা আমরা সবাই জানি। Rupakpolo দাদা যা সব লিখে গেছেন আমরা ভুলতে পারবোনা। আমার অনেক পাওয়ার মধ্যে একটা হলো সেও আমার গল্প পড়েছে আর মতামত দিয়েছে একসময়।
আপনি যদি ছোট বাচ্চার মা আর শয়তান এমন থিম চান আমার থেকে তো আমার লেখা - পার্ভার্ট, কাম লালসা, অভিশপ্ত সেই বাড়িটা, নিশির ডাক, লোভে পাপ এগুলো পড়ুন। Rupakpolo দার ও এগুলো ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।