04-06-2022, 09:29 PM
(04-06-2022, 09:20 PM)Baban Wrote: আমি যদি এই নারীর অতীত ও সকল পরিস্থিতি এই মুহূর্তে ভুলে শুধুই আজকের এই বর্তমান পরিস্থিতি ও মানসিক দ্বন্দ্বর কথা ভাবি তাহলে সিনটা এরকম দাঁড়ায় যে -
ওদিকে স্বামীর ওপর হয়তো এক ডাইনি লাফাচ্ছে, এদিকে বাচ্চাকে বাড়িতে এক ডাইনির হাতে রেখে এসে এক জননী নিজের অজান্তে দুই বীভৎস পিশাচের হাতে বন্দি হয়ে নোংরা সুখের সাক্ষী হচ্ছে। প্রাথমিক পদে তার ভেতরের মাতৃ রূপ ও স্ত্রী রূপ বাঁধা দিলেও এখন এমন দুষ্ট রাক্ষসদের মাংস ভক্ষন কেমন যেন না চাইতেও ভালো লাগছে। ঠিক গোগোলকে বলা ওই গল্পের মতোই। সে জানে এর পরের ধাপ গুলো কি! সেটা কতটা ভয়ানক!! কিন্তু সব জানা সত্ত্বেও বাঁধা দিতে না পারার অশ্লীল অনৈতিক আনন্দ!! একটা অসাধারণ সুযোগ স্বার্থপর হয়ে ওঠার আর নতুন এক রহস্য গড়ে তোলার লোভ!
ওরে বাবারে!! আমি বাথরুম ছুটলুম!
প্রথমেই জানাই অনেক অনেক ধন্যবাদ বাথরুম থেকে ভালো করে ফ্রেশ হয়ে এসে খাওয়া-দাওয়া করে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে শুয়ে পড়ো .. দেখবে আজ রাতে ভাল ঘুম আসবে (এসি চালানোর দরকার হবে না)
ডাইনি-লোগোকো সাজা মিলেগি .. জরুর মিলেগি