04-06-2022, 01:09 PM
(04-06-2022, 12:36 PM)Baban Wrote:একলা পথিক শুরু পথ চলাভিড়ের মাঝে আপনভোলাকারো হাসি মুখ কারো কৌতূহলকারো রাগী চোখ, কারো ছলছলকারো হাতে লাঠি, কারো হাতে কলমকারো গায়ে ক্ষত, কারো হাতে মলমকেউ বা আঙ্গুল উঁচিয়ে চেঁচায়কেউ বা শান্তিতে ঘুমিয়ে কাটায়পথিক পথের এতো রূপ দেখেফাঁকা খাতা কিনে কলমে লেখেনানান সব আজগুবি যতকিছু স্পষ্ট, কিছু ঝাপসা মতোকিছু সত্যি, কিছু মিথ্যাকিছু না বলা, কিছু জানা কথাকিছু আবার গরু হয়ে গাছে চড়েকিছু আবার মগজে গিয়ে শুধুই নড়েলিখে যায় পথিক, লিখতেই থাকেনানান সব মানুষ ভিড় করে...... দেখতেই থাকে
পাগলের পাগলামি
আপনাদের ভালোবাসার আর বিশ্বাসে ফল এটি।সেই যাত্রা শুরু থেকে আজও যা থামেনি।কিছু পথিক নতুন এসেছে, কেউ সেই পুরাতনই সাথে আছেকিন্তু ভালোবাসা আর বিশ্বাস একই রয়ে গেছে ♥️
ধন্যবাদ
Great celebration বাবান দা। 2000 reputation এর জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। Xossipy র প্রথম লেখক যিনি এই সম্মান পেতে চলেছেন। আপনার পাঠক হিসাবে আমি খুবই খুশি। চাইবো খুব শীঘ্রই সেটা 3000এর গন্ডি অতিক্রম করুক। বাবানময় হয়ে উঠুক গসিপের গল্প সেকশন গুলোয়। আর ভালো ভালো উপন্যাস লিখে পাঠকের মন জয় করুন। তথা যৌন সাহিত্যকে সমৃদ্ধ করে তুলুন। অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা নেবেন।