04-06-2022, 12:36 PM
একলা পথিক শুরু পথ চলা
ভিড়ের মাঝে আপনভোলা
কারো হাসি মুখ কারো কৌতূহল
কারো রাগী চোখ, কারো ছলছল
কারো হাতে লাঠি, কারো হাতে কলম
কারো গায়ে ক্ষত, কারো হাতে মলম
কেউ বা আঙ্গুল উঁচিয়ে চেঁচায়
কেউ বা শান্তিতে ঘুমিয়ে কাটায়
পথিক পথের এতো রূপ দেখে
ফাঁকা খাতা কিনে কলমে লেখে
নানান সব আজগুবি যত
কিছু স্পষ্ট, কিছু ঝাপসা মতো
কিছু সত্যি, কিছু মিথ্যা
কিছু না বলা, কিছু জানা কথা
কিছু আবার গরু হয়ে গাছে চড়ে
কিছু আবার মগজে গিয়ে শুধুই নড়ে
লিখে যায় পথিক, লিখতেই থাকে
নানান সব মানুষ ভিড় করে...... দেখতেই থাকে
পাগলের পাগলামি
আপনাদের ভালোবাসার আর বিশ্বাসে ফল এটি।
সেই যাত্রা শুরু থেকে আজও যা থামেনি।
কিছু পথিক নতুন এসেছে, কেউ সেই পুরাতনই সাথে আছে
কিন্তু ভালোবাসা আর বিশ্বাস একই রয়ে গেছে ♥️
ধন্যবাদ