04-06-2022, 11:35 AM
(12-03-2022, 03:35 PM)bourses Wrote: না না... আমি এখানে এই গল্প নিয়ে কিছুই বলতে আসি নি... এই ক'দিন যতটুকু সময় কাজের ফাঁকে বের করতে পেরেছিলাম, একটু একটু করে পড়া শেষ করেছি গল্পটাকে... আর তারপর কিছুক্ষন চুপ করে বসে থেকেছি... কেন? কে জানে? হয়তো মেলাতে চেয়ে... টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়া কষ্টগুলো... নাকি আনন্দঘন মুহুর্তগুলো? অথবা কিছু খুনসুটি আর সুখের মুহুর্ত? জানি না... কি মেলাতে বসেছিলাম অমন চুপ করে... অথবা মেলাতে পেরেও বা ছিলাম কি না... এখনও যেন সেই দ্বন্ধের মধ্যেই ডুবে রয়েছি...
হ্যা... যা বলছিলাম... এখানে আমি গল্প নিয়ে কিছু বলবো না, সেটা তো অন্যান্য পাঠকদের ময়না তদন্তের রিপোর্টেই স্বঘোষিত... আমি শুধু এখানে আপনাকে সেলাম জানাতে চাই... কিছুদিন আগে আপনারই কোন একটা গল্পে দেবুর একটা মন্তব্য মনে আছে... আমাদের পিনুর মহিলা সংস্করণ... একদম ঠিক তাই... এ ভাবে গল্পের ভিত এঁকে নিয়ে তার উপরে এই রকম একটা অপূর্ব গল্পের ইমারৎ গড়ে তোলা যে সে কারিগড়ের পক্ষে সম্ভব নয়... আজ পিনু আর আমাদের গল্প উপহার দেয় না... তাই খুবই হতাশায় ছিলাম... ভালো গল্প আর হয়তো আমরা পাবো না... যদিও এর মধ্যে বেশ কিছুজন তাদের গল্পকে ওই উচ্চতায় নিয়ে গিয়েছে নিঃসন্দেহে... যেমন বাবান, বুম্বা, বিচিত্র... কিন্তু... জানি না ওরা আমার উপরে রাগ করবে কি না... এটা আমি সোচ্চারে বলতে দ্বিধা করি না... পিনুর পর আপনার গল্প বলার ক্ষমতা দেখে আমি সততই আপ্লুত... এই ভাবেই আমাদের গল্প উপহার দিয়ে যান...
তবে পাঠকের দৃষ্টি ভঙ্গি থেকে একটা অনুরোধ করছি, অন্য ভাবে নেবেন না প্লিজ... আপনি যে রকম উৎকৃষ্ট গল্প লেখেন, সেখানে আর একটু যত্নবান হওয়া উচিত বলে মনে হয় আমার... আপনার গল্পে বানান ভুলটা বাসমতি চালের মধ্যে কাঁকড় খুঁজে পাওয়ার মত হয়ে যায়... আপনার লেখার মধ্যে 'ষ্ট' টা 'স্ট' হয়ে যায় খুব। এটা একটু খেয়াল রাখবেন... আমিও যে নির্ভুল বানান লিখি তা নয়, কিন্তু ওই যে বললাম, আপনার গল্পের মধ্যে বানান ভূলটা যেন বিরিয়ানী খেতে গিয়ে দাঁতে কাঁকড় আটকে যাওয়ার মত আর কি...
পরিশেষে গল্পটা নিয়ে কিছু লাইন পোস্ট করলাম...
তুমি না চাইলেও দেখবো আমি
বৃষ্টি শেষে পরিষ্কার এক আকাশ,
সুখ দুঃখ মিশ্রিত আবহাওয়ায়
একটুকরো অভিমানের অবকাশ।
নির্জন শহরের বুকে প্রত্যাশী হৃদয়
সাজানো স্মৃতির মলাটে নীল খাম,
তোমার স্বপ্ন প্রশ্নাতীত কল্পনা দেশে
প্রেম অভিধানে দেয়নি কোনো দাম।
বিভ্রাটের বিষাদ উন্মোচন শেষে
শান্ত বেলাভূমির শিরোনামে তুমি,
মিশে যাচ্ছে পিছনে রাখা বিকেলে
আর্ত ধূসর স্মৃতির ধূ ধূ মরুভূমি।
আমি যে চালচুলোহীন বাউন্ডুলে
অগ্নিশিখার মত উগ্র ভীষণ ক্ষোভে,
সেই মানুষই শান্ত আকস্মিক যেন
তোমার পৃথিবীতে যাওয়ার লোভে।
অবশেষে হারিয়ে গেলো যুদ্ধশেষে
সকল চাওয়া পাওয়ার হিসেব ছেড়ে,
দুটো পৃথিবীর পৃথক যাত্রার পথে
দূরত্বের বেড়াজালের কাছে হেরে।।
ভালো থাকবেন... পরবর্তি গল্পের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম...
আমি মনে হয় উজবুক গোছের কিছু। এতো ভালো কমেন্ট টা আমি কোন দিন দেখতেই পাইনি? উফফ কি যে লিখেছেন। পড়েই গায়ে কাঁটা দিচ্ছিল আমার। বিশ্বাস করুন, আমি ভালো লিখি সেটা এখানে না আসলে জানতে পারতাম না। বিয়ের আগে অব্দি বেহেমিয়ান ছিলাম। এখন গায়ে চাদর চড়িয়ে, মাথায় ঘোমটা দিয়ে সভ্য হয়েছি। প্রশংসা বিশেষ পাই নি জীবনে। যা পেয়েছি আমি ভালো বলে পেয়েছি। সে সবাই বলেছে। সে অনেক আছে, পড়াশোনা তে ভাল, ভাল চাকরী করে। সবাই তাদের প্রশংসা করে। কিন্তু আমি ভাল রান্না করি, এটা যখন আমার বাচ্চারা বলে, তখন আনন্দ হয়। ওদের বাপ এর তো উপায় নেই, ভালো বলা ছাড়া। তাই ওর প্রশংসা আমি ধর্তব্যের মধ্যে আনি না। আবার লেখা জোকার ব্যাপার এ এখানে যখন প্রশংসা পাই, তখন মনে হয় আমি কিছু একটা বটে গা!
হুম বানানের কেস টা অনেক বার বলেছেন আপনি। চেষ্টায় আছি ঠিক করার।