04-06-2022, 10:45 AM
(04-06-2022, 08:39 AM)nextpage Wrote: লেখার জগতে ফিরে এসেছেন সেটাই তো আমার মত ক্ষুদ্র পাঠকের বড় প্রাপ্তি।
কাম ই কি সব?? হঠাৎ করে কাম আসে না। সেটার জন্য একাগ্রতা, স্থির চিত্ত, প্রবল ভালোবাসারও দরকার হয়। এবার আমরা ঐ ভালোবাসার গল্পেই বুদ হবো ঐ সব কাম নিয়ে পড়ে ভাবা যাবে।
অপেক্ষায় আছি আপনার লেখনি যাদৃতে মোহিত হতে।
আমি সব সময়েই ছিলাম। এমেচার আমি। অল্প স্বল্প লিখি। লেখার থেকে পড়তে বেশী লাগে। তাছাড়া উপার্জনের জন্য নিজের কাজ ও আছে। তাই মাঝে মাঝে নির্বাসনে যাই।
চেষ্টা করব বুঁদ করে রাখার। তারপরে উপর ওয়ালার ইচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।