31-05-2022, 01:52 PM
(31-05-2022, 11:54 AM)Bumba_1 Wrote: আমার মুখে থুড়ি কামরাজের মুখে ওই রূপকথার গল্প শুনে তোমাদের অনেকেরই এইরকম ধারণা হয়েছে সেটা বুঝতে পারছি। সে যাই হোক .. এই বিষয়ে আমি এখনই খোলসা করে কিছু বলবো না, কারণ তাতে সাসপেন্স নষ্ট হয়ে যাবে। তবে একটু আগে তুমি বললে না .. এই উপন্যাসের নায়িকার নাম অরুন্ধতী। এটা কিন্তু সর্বৈব ভুল। অরুন্ধতী অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্র। এই গল্পের মেন এবং মেল প্রোটাগনিস্ট অনির্বাণ ওরফে গোগোল.. তাই মেল প্রোটাগনিস্ট যখন আছে, তখন ফিমেল প্রোটাগনিস্ট আসতেই পারে ভবিষ্যতে। অন্যান্য ক্ষেত্রে তোমরা মাসের পর মাস, বছরের পর বছর ধৈর্য ধরে বসে থাকো .. আর এক্ষেত্রে এত তাড়াতাড়ি অধৈর্য হলে চলবে? ভালো কিছু পেতে গেলে ধৈর্য ধরতে হবে বৎস।
অধৈর্য হইনি, একটা প্রশ্ন করেছিলাম। উত্তরটা পেয়ে অনেকটাই নিশ্চিন্ত হলাম।