31-05-2022, 11:09 AM
কাহিনী নিয়ে বিশ্লেষণ করার কিছু নেই। ঠিক যেভাবে এগোনো উচিত সেভাবেই এগোচ্ছে। তাছাড়া total domination এর দৃশ্যগুলি তোমার থেকে ভালো আর কেউ লিখতে পারবে না। কিন্তু আমি একটি সম্পূর্ণ অন্য বিষয় আলোকপাত করতে চাই বা তোমার থেকে কিছু জানতে চাই।
শিখার কথা আলাদা - একসময় সে শিকার থেকে নিজেই শিকারিতে পরিণত হয়েছিল। কিন্তু পরবর্তীতে শ্রীতমা এবং নন্দিনী এরা দুজন কিন্তু অতল জলের আহ্বানে হারিয়ে না গিয়ে বীরাঙ্গনার মত ফিরে এসেছিল। কিন্তু এই উপন্যাসের নায়িকা অরুন্ধতীর ক্ষেত্রে আদৌ সেটা সম্ভব হবে কিনা সেই ব্যাপার নিয়ে আমার মনে কিঞ্চিৎ সংশয় আছে।
শিখার কথা আলাদা - একসময় সে শিকার থেকে নিজেই শিকারিতে পরিণত হয়েছিল। কিন্তু পরবর্তীতে শ্রীতমা এবং নন্দিনী এরা দুজন কিন্তু অতল জলের আহ্বানে হারিয়ে না গিয়ে বীরাঙ্গনার মত ফিরে এসেছিল। কিন্তু এই উপন্যাসের নায়িকা অরুন্ধতীর ক্ষেত্রে আদৌ সেটা সম্ভব হবে কিনা সেই ব্যাপার নিয়ে আমার মনে কিঞ্চিৎ সংশয় আছে।