30-05-2022, 11:02 PM
(This post was last modified: 30-05-2022, 11:03 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(30-05-2022, 10:48 PM)nextpage Wrote: আগে একটু দম নিয়ে নেই।
এমন করে গরম খাওয়াচ্ছো সামাল দিতে হিমশিম খাচ্ছি। কামরাজ আর সামন্তের হাতে অসহায় অরুন্ধতীর অবস্থা তো দেখি খুব বেগতিক। গল্পের প্লটের জন্যই কি বরাবর নারীরা এমন দুর্বল জয়ে পড়ে কি? নাকি আসলেই এই জায়গাটায় নারীরা দুর্বল।
গল্পের মাঝে রূপকথার গল্পটা তো আজ সব আকর্ষণ নিজের করে নিয়েছে। সামনে কি ঘটতে চলেছে সেটার কি হিন্টস দিয়ে দিলে।
যৌন উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছালে নারী-পুরুষ উভয়েই দুর্বল হয়ে পড়ে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে আমার উপন্যাস (বিশেষত চক্রব্যূহে শ্রীতমা এবং নাগপাশ) পড়লে বোঝা যাবে দেওয়ালে পিঠ ঠেকে গেলে নারীরা কতটা সবল হয়ে উঠতে পারে। আর রূপকথার গল্পটি ভবিষ্যতের ইঙ্গিত কিনা সেটা সময় বলবে।