30-05-2022, 12:20 AM
(30-05-2022, 12:08 AM)Baban Wrote: একেতো ফ্ল্যাশবাক.... তার ওপর আবার বর্তমান জীবনেরও দুটো আলাদা স্থানের ঘটতে থাকা পরিস্থিতির উল্লেখ। আগের পর্বের শুরুর কিছু লাইনের অর্থ আজকের পর্বে পরিষ্কার হলো। কে এসেছিলো তাহলে বাড়িতে যখন নায়ক রূদ্র বাবু আমাদের লুডো খেলতে ব্যাস্ত।
এ দারুন গপ্পো। পুরো জমিয়ে তুলেছ লেখক মশাই ❤❤❤
বাবুর শেষ ডায়লগ খারাপ যখন হয়েছি শেষটাও দেখবো....উফফ অনেক কিছু লুকিয়ে ওতে। ছেলে সেদিন বড়ো হয়ে গেছিলো প্রকৃতপক্ষে।
সে ফিরে এসেছে।
এবার দেখি লাগাম ছাড়া রুদ্র কে বশে আনতে পারে কিনা।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।