29-05-2022, 12:35 PM
তনয়া আর রুদ্র এই দুজন এর ব্যাপারটা পড়তে গিয়ে আমার চোখের সামনে একটা সিন ভেসে উঠলো । সেটা হচ্ছে মোরগ মুরগির পেছন পেছন ছুটছে । আর মুরগি ও ছুটছে , মোরগ এর ভাব এমন যে মুরগি কে দৌরে পরাজিত করে নিজে বিজয়ী হবে । কিন্তু মুরগি যে ইচ্ছে করেই ধরা দেবে সেটা মোরগ জানে না ।
তেমনি রুদ্র ভাবছে আজ বাইকে তুল্বো কাল বিছানায় । আর তনয়ার মনে বিছানায় যাওয়ার প্ল্যান আগে থেকেই আছে বলে আমার মনে হচ্ছে ।
এই তাড়না পর্যন্তই পড়া হয়েছে ।
তেমনি রুদ্র ভাবছে আজ বাইকে তুল্বো কাল বিছানায় । আর তনয়ার মনে বিছানায় যাওয়ার প্ল্যান আগে থেকেই আছে বলে আমার মনে হচ্ছে ।
এই তাড়না পর্যন্তই পড়া হয়েছে ।