28-05-2022, 10:47 PM
মেইন গেটের পাশেই বড় করে লেখা আছে "স্বপ্ন নিবাস c/o- অবিনাশ রায়"। মেইনগেট পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। একদিকে সুন্দর করে সাজানো ফুল ফলের বাগান, নানা রকমের ফুলে একদম ক্যানভাসের ছবির মত লাগছে। আরেক দিকে কয়েকটা চেয়ার আর একটা টেবিল বসানো পাশেই একটা বড় দোলনা, বৈকালি হাওয়াতে একটু একটু করে দোলছে সেটা। এমনিতেই সন্ধ্যে হয়ে আসছে তার উপর চারপাশ টা কেমন ভূতূড়ে নীরবতায় ডুবে আছে, একদম গা ছমছমে ব্যাপার। পা টিপে টিপে দরজার কাছে গিয়ে কলিং বেল বাজায় সে। ভিতর থেকে একজন মধ্য বয়স্ক মহিলার গলার আওয়াজ শোনা যাচ্ছে। দরজার ছিটকিনি খোলার শব্দ,
-কাকে চাই? তোমাকে তো ঠিক চিনলাম না।
-কাকে চাই? তোমাকে তো ঠিক চিনলাম না।
কে বাজালো কলিং বেল টা? দরজাটাই বা কে খুললো? সেটা জানার জন্য অপেক্ষা করতে নতুন পর্ব প্রচ্ছায়া 'র জন্য। নতুন পর্ব আসতে চলেছে আগামীকাল রাতে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।