27-05-2022, 09:30 AM
(27-05-2022, 09:01 AM)sairaali111 Wrote:''হাম দো , হামারা এক...'' - এ রকম রীতি না থাকায় আমাদের শৈশবে তুতো-ভাইবোনটোন মিলে সে এক জমজমাট ব্যাপার ছিল । তবে , সংখ্যাধিক্যের কারণে সবাইকে 'চাহিদা'মাফিক সুখাদ্যটাদ্য দিয়ে সন্তুষ্ট করা ছিলো নিতান্তই দুরূহ । - একটি করে বরাদ্দের রাজভোগ হাতে নিয়ে এক দঙ্গল ভাইবোনেরা পরস্পরকে দেখিয়ে দেখিয়ে 'ঠোকরাতে' শুরু করতো । কে কতোক্ষণ ধরে খেতে পারে তারই কম্পিটিশন চলতো যেন ।- গোগ্রাসে খেলেই যে ওটি ফুরিয়ে যাবে ।- তাই , রেখে রে-খে খাওয়া . . . . ঠিক এই লেখাটির মতোই । - শৈশবকে ফিরিয়ে দিলেন জনাবজী । - সালাম ।
তোমার কথা শুনে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেলো। যদিও আমি যৌথ পরিবারে মানুষ হইনি। তবুও সংসারে যে ভীষণরকম আর্থিক সচ্ছলতা ছিল তা তো নয়, তাই ভালো ভালো খাবার চাইলেই মুখের কাছে সবসময় পাওয়া সম্ভবপর ছিলো না। আর সর্বোপরি কাজিন ভাই-বোনেরা বেড়াতে এলে কে কতক্ষণ ধরে একটা খাবার (অবশ্যই উপাদেয় খাদ্য হতে হবে) খেতে পারে আমাদের মধ্যে তার প্রতিযোগিতা চলতো সবসময়।