27-05-2022, 09:01 AM
''হাম দো , হামারা এক...'' - এ রকম রীতি না থাকায় আমাদের শৈশবে তুতো-ভাইবোনটোন মিলে সে এক জমজমাট ব্যাপার ছিল । তবে , সংখ্যাধিক্যের কারণে সবাইকে 'চাহিদা'মাফিক সুখাদ্যটাদ্য দিয়ে সন্তুষ্ট করা ছিলো নিতান্তই দুরূহ । - একটি করে বরাদ্দের রাজভোগ হাতে নিয়ে এক দঙ্গল ভাইবোনেরা পরস্পরকে দেখিয়ে দেখিয়ে 'ঠোকরাতে' শুরু করতো । কে কতোক্ষণ ধরে খেতে পারে তারই কম্পিটিশন চলতো যেন ।- গোগ্রাসে খেলেই যে ওটি ফুরিয়ে যাবে ।- তাই , রেখে রে-খে খাওয়া . . . . ঠিক এই লেখাটির মতোই । - শৈশবকে ফিরিয়ে দিলেন জনাবজী । - সালাম ।