26-05-2022, 02:12 PM
(25-05-2022, 06:26 PM)Bumba_1 Wrote:
এইতো কিছুদিন আগে আমাদের এলাকার একজন ইঞ্জিনিয়ার ফ্যামিলি নিয়ে গাড়ি করে হাইওয়ে দিয়ে ফিরছিলেন। মাঝরাস্তায় তার গাড়ি খারাপ হয়ে যায়। স্ত্রীকে গাড়িতে বসিয়ে রেখে পাশের পেট্রল পাম্পে কিছু সময়ের জন্য গিয়েছিলেন, যদি কোনো মেকানিক পাওয়া যায় সেই আশায়। স্ত্রীর গগনভেদী চিৎকার শুনে তাড়াতাড়ি করে ফিরে এসে দেখে গাড়ি খালি, ভিতরে কেউ নেই। তার দুদিন পর আমাদের খালপাড়ে এক মহিলার সম্পূর্ণ নগ্ন, ক্ষতবিক্ষত দেহ খুঁজে পাওয়া যায়। ওই মৃতদেহ দেখে ইঞ্জিনিয়ার তার স্ত্রীকে শনাক্ত করেন।
বাকিটা জানতে হলে পড়তে হবে ডাবল ট্রাবলমূল উপন্যাসঃ- গোলকধাঁধায় গোগোলআগামীকাল রাতে পরবর্তী আপডেট আসছে
কিছু ব্যক্তি আমাকে PM করে অযাচিত ভাবে কাহিনী বিন্যাসের আইডিয়া দেওয়ার চেষ্টা করছেন। সবার মেসেজের উত্তর দেওয়া সম্ভব হয় না, তাই এখানে একযোগে যারা মেসেজ করছেন তাদের সবাইকে বলছি - আমার উপন্যাসের গতি-প্রকৃতি কিরকম হবে তার সম্বন্ধে শেষ কথা আমি নিজেই বলি। তবুও বলবো কিছু সাজেশন দেওয়ার থাকলে কমেন্ট করে জানান PM করে নয়। আর একটা আব্দার করে কেউ কেউ বলছেন - এই উপন্যাসের পেজ ক্রমশ বেড়ে যাওয়ায় তারা নাকি গল্পের আপডেট ঠিকমতো খুঁজে পাচ্ছেন না। খুঁজে না পাওয়া টাই স্বাভাবিক .. ভবিষ্যতে আরো অনেক পেজ বাড়বে এই উপন্যাসের ক্ষেত্রে। তাদের উদ্দেশ্যে বলি একদম প্রথম পৃষ্ঠায় চলে যান .. সেখানে মুখবন্ধের সঙ্গে সূচিপত্রের মাধ্যমে খুব সুন্দর করে প্রতিটা পর্বের নামের পাশে পর্বের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলেই এই উপন্যাসের পর্বগুলি পরপর পড়তে পারবেন। ধন্যবাদ![]()
Waiting ???????..,..........


![[Image: Polish-20220303-195512411.jpg]](https://i.ibb.co/YT1SCr3/Polish-20220303-195512411.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)