26-05-2022, 12:52 PM
(This post was last modified: 26-05-2022, 12:53 PM by sudipto-ray. Edited 1 time in total. Edited 1 time in total.)
(26-05-2022, 11:33 AM)Bumba_1 Wrote: একটা কথা সবসময় মাথায় রাখবে। আমি এমন একজন লেখক, যার উপন্যাসের গতিপ্রকৃতি যখন যে খাতে বয় সেই হিসেবে prefix সেট করা হয় .. পরবর্তীকালে prefix পাল্টেও যায় .. অতীতে এরকম ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। এখন শুধু এটুকুই বলতে পারি - কাহিনী বিন্যাস এখন যে দিকে এগোচ্ছে/এগোবে তাতে বর্তমানে যে সেগমেন্টে উপন্যাসটিকে ফেলা হয়েছে সেটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে। বাকিটা জানতে হলে আমার upcoming আপডেট গুলি পরপর করে যেতে হবে, তাহলে ধীরে ধীরে সব পরিষ্কার হবে।
তার মানে রহস্যের বেড়াজালে আটকে পড়তে যাচ্ছি আমরা। মনে হয় নতুন আরও চরিত্রের দেখা পাব। রহস্য বলতে প্রজেক্ট,মেডিসিন,খুন, রাষ্ট্রস্বার্থ বা রাষ্ট্রবিরোধী স্বার্থ, স্মাগলিং, গ্যাং নাকি প্রতিশোধ। কোনটা বুঝব??নাকি সবগুলোই??
না না... আপনার বলার দরকার নেই। তবে পূর্বের গল্পের চেয়ে ভিন্নতা চাই। আগের থেকেও আরও রহস্যময় দাদাকে চাই। সামনে শুধু ধোঁয়াশা।