26-05-2022, 11:33 AM
(26-05-2022, 11:11 AM)Sanjay Sen Wrote:এ কি, গল্পের prefix হঠাৎ চেঞ্জ করলে?
একটা কথা সবসময় মাথায় রাখবে। আমি এমন একজন লেখক, যার উপন্যাসের গতিপ্রকৃতি যখন যে খাতে বয় সেই হিসেবে prefix সেট করা হয় .. পরবর্তীকালে prefix পাল্টেও যায় .. অতীতে এরকম ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। এখন শুধু এটুকুই বলতে পারি - কাহিনী বিন্যাস এখন যে দিকে এগোচ্ছে/এগোবে তাতে বর্তমানে যে সেগমেন্টে উপন্যাসটিকে ফেলা হয়েছে সেটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে। বাকিটা জানতে হলে আমার upcoming আপডেট গুলি পরপর করে যেতে হবে, তাহলে ধীরে ধীরে সব পরিষ্কার হবে।
(26-05-2022, 11:20 AM)Baban Wrote: এটা তো যতদূর মনে পড়ে আগেও হয়েছে। অর্থাৎ এবারে গল্প যৌন গল্পের মোড়ক ছাড়িয়ে আরও বীভৎস রূপ নেবে
যথার্থ বলেছো .. তবে বীভৎস কি না সেটা তোমরাই বলতে পারবে