26-05-2022, 11:07 AM
(25-05-2022, 06:20 PM)bourses Wrote: একদম সঠিক কথা বলেছেন... বন্ধ ঘরে অন্ধকারের আড়ালে মানব সভ্যতার স্বরূপ উন্মোচিত হয়... যা লোকচক্ষুর সামনে একটা মুখোসের আবরণে লুক্কাইয়ত থাকে...
বগল বিহার অসাধারণ ছিল...
''রোগের মতন বাঁধিব তোমারে / দারুণ আলিঙ্গনে / মোর যাতনায় হইবি অধীর / আমারই অনলে দহিবে শরীর / অবিরাম শুধু আমি ছাড়া আর কিছু না রহিবে মনে.....'' অথবা - ''তোমার মুখের আদল পায়নি চাঁদ / তাই তো বিধাতা গড়বার বাসনায় / মন্ডলী চাঁদ টুকরো টুকরো করে / যুগ-যুগান্ত ধরে.....'' - এগুলি হলো পরিশীলন অথবা উত্তরণ । সাবলিমেশন । - স্বতঃপ্রণোদিতভাব রবীন্দ্রনাথ , দান্তে , মিল্টনেরা পারেন - বহুজনের ক্ষেত্রে ইনবিল্ট ''ডিফেন্স মেক্যানিজম'' কাজ করে । - আর , অধিকাংশই থাকেন সে-ই 'গুহা-মানব' হয়েই - মানে , যে 'মানুষেরা' অনবরতই খুঁজে ফেরেন - ''গু হা'' - হাহাহাহা .... - সালাম জী ।