25-05-2022, 06:16 PM
(This post was last modified: 25-05-2022, 06:17 PM by Bumba_1. Edited 2 times in total. Edited 2 times in total.)
(25-05-2022, 05:18 PM)sairaali111 Wrote:বয়সের মতোই ওই তথাকথিত 'রেপু'টেশনও , সম্ভবত , সংখ্যা ছাড়া আর কিছুই নয় । - সংখ্যা দিয়ে সায়রা-টায়রার মতো উটকো , সাধারণ , এলেবেলেদের বেঁধে রাখা যেতে পারে - কিন্তু হিমালয়চূড়া-এভারেস্টের সামনে উত্তরণের সংখ্যা থাকে একটিই - মাত্র এক ।- আকাশ ।- স্কাই ইজ দ্য লিমিট । - কেন ? ও যে একা এবং একক । অদ্বিতীয় তো অবশ্যই । - আপনার মতোই , জনাবজী । - সালাম ।
কোনো একটি পরীক্ষায় ভালো নম্বর পেলেই সে যে ভালো ছাত্র হবে তার যেমন কোনো মানে নেই, অথবা কোনো একটি ম্যাচে সেঞ্চুরী করে দিলেই সে সেই টিমের সেরা ব্যাটসম্যান হয়ে যাবে এটারও যেমন কোনো মানে নেই .. ঠিক তেমনই রেপু'টেশন শুধুমাত্র সংখ্যা ছাড়া আর কিছুই নয় এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি। রেপুর সংখ্যা দিয়ে লেখকের যোগ্যতা বিচার করা যায় না বা উচিৎ নয়। তবে যেহেতু এই ফোরামে লেখালেখি করে আমরা অর্থাৎ লেখকেরা কোনো পারিশ্রমিক পাই না, তাই পাঠক বন্ধুদের কাছ থেকে লাইক, রেপু এবং কমেন্টের মাধ্যমে নিজেদের পারিশ্রমিক ভাগ করে নিই।
তোমাকে তুমি করেই বলছি ম্যাডাম, কারণ আপনি আজ্ঞে আমার খুব বেশিদিন আসে না। তুমি যে বিশেষণগুলো আমার জন্য প্রয়োগ করলে, এগুলোর যোগ্য আমি আদৌ কোনোদিন হতে পারবো কিনা জানিনা .. তবে কথাগুলো শুনে আমি যৎপরোনাস্তি আনন্দিত।