24-05-2022, 08:38 AM
(23-05-2022, 10:20 PM)sudipto-ray Wrote: আপনার শরীর এখন কেমন দাদা?? আপনার উপরোক্ত উক্তির প্রেক্ষিতে বলছি দাদা,বর্তমানে এই বাংলা সাইটে একজন প্রসিদ্ধ লেখক আছেন, যিনি তার গল্পের নায়ক-নায়িকার মধ্যে কোন সেক্সের দৃশ্য না দেখিয়ে আকাশ ছোঁয়া ভিউজ অর্জন করেছেন। এককালে আমি উনার গল্পের পাঠক ছিলাম। এখন পড়ি না, তবে মাঝে মাঝে তার থ্রেডে উকি দেই। আসলে গল্পের মজা সেক্স আসার আগে। সেটা মনে হয় আপনিও ভালোই জানেন। এটা আমার মতামত, লিখবেন তো আপনি।
লাস্ট আপডেট এখনো পড়িনি। পড়ে জানাবো,কেমন লাগলো। নিজের শরীরের খেয়াল রাখবেন।
প্রথমেই জানাই শরীর আগের থেকে কিছুটা হলেও সুস্থ।
আমি ঠিক বুঝতে পারলাম না তুমি কোন প্রসিদ্ধ লেখকের কথা বলছো। তবে যতক্ষণ ধরি মাছ না ছুঁই পানির খেলা চলবে পাঠককূলের মধ্যে ততক্ষণ curiosity বজায় থাকবে, জলে নামলেই ধীরে ধীরে আগ্রহ কমতে থাকে .. এ কথা একদম সত্য।
তবে আমার উপন্যাসের ক্ষেত্রে বলতে পারি .. আমি তো শুধুমাত্র যৌনতানির্ভর লেখা লিখি না/লিখি নি (একটা উপন্যাস ছাড়া), প্রতি ক্ষেত্রেই একটা সামাজিক বার্তা থাকে আমার উপন্যাসে এটা নিশ্চয়ই লক্ষ্য করেছো। তাই এইটুকু বলতে পারি যৌনতা' পরবর্তীকালে ক্লাইমেক্সের (যদিও সেটা আসতে এখনো অনেক অনেক দেরি) জন্য পাঠকবন্ধুরা নিশ্চয়ই অপেক্ষা করে থাকবে আমার লেখার ক্ষেত্রে। বাকিটা তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদ।