23-05-2022, 04:45 PM
(23-05-2022, 03:47 PM)Sanjay Sen Wrote:তা তোমার পছন্দের starter গুলো কি কি?
কাবাব জাতীয় জিনিস আমার বেশি পছন্দের। চিকেন টিক্কা, চিকেন হারিয়ালি, চিকেন রেশমি, চিকেন আচারি .. ইত্যাদি ইত্যাদি। এছাড়াও টেংরি কাবাব, পনীর টিক্কা ভালো লাগে। তার সঙ্গে যদি কলকাতা ভেটকির ফিশ ফ্রাই থাকে তাহলে ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে যায়। এগুলো মেনুতে থাকলে আমি মেইন কোর্সের দিকে যাই না, স্টার্টার দিয়ে শুরু করে তারপর ডেজার্টে ভালো কিছু থাকলে খেয়ে বাড়ি চলে আসি। তোমার উকিল বন্ধু তন্ময়ের ভাইয়ের বিয়েতেও সেটাই করেছিলাম।
(23-05-2022, 04:04 PM)bourses Wrote: ওই সব স্টার্টার মেন কোর্স জানি না বুম্বা... আমার শুধু একটাই অনুরোধ... যে ভাবে মাকর্সাড় জালের মধ্যে একটু একটু করে জড়িয়ে পড়ছে আমাদের নায়িকা... তাতে চট করে তাকে খাটে শুইয়ে দিও না... ব্যস... আর কোন চাহিদার আমার লেখক বুম্বার কাছে নেই...
উফফফফ... কি অসাধারন পর্বের প্রস্তুতি...
যথা আজ্ঞা দাদা .. অবশ্যই চেষ্টা করবো তোমার কথা রাখার। দশ দশটা পর্ব তো অরুন্ধতীকে নিয়ে আশা-নিরাশার দোলাচলে সফলতার সঙ্গে অতিক্রম করতে পেরেছি, তবে লেবু বেশি কচলালে তেতো হয়ে যায় .. এটা মাথায় রেখে পরবর্তী পর্বগুলোতে এগোতে হবে।