23-05-2022, 03:47 PM
(23-05-2022, 11:57 AM)Bumba_1 Wrote: যথার্থ বলেছ বন্ধুবর .. তবে কি জানো তো, ব্যক্তিগতভাবে মেইন কোর্সের থেকে কিছু কিছু স্টার্টার আইটেম খেতে আমার বেশি ভালো লাগে। তাই নেমন্তন্ন বাড়িতে গেলে অনেক সময় ভালো স্টার্টার পেলে সেগুলো দিয়েই কাজ চালিয়ে নিই আমি .. মেইন কোর্সের দিকে আর যাই না। jokes apart
যে সব ব্যক্তিরা আমার লেখায় রেপু দিয়ে, লাইক করে, তাদের মূল্যবান মতামত রাখছেন .. তাদের অনুরোধ আমি রাখবো না, তাই কি হয়? অবশ্যই নিজের মতো করে চেষ্টা করবো তোমার অনুরোধ যথাযথভাবে রূপায়িত করার।
তা তোমার পছন্দের starter গুলো কি কি?