23-05-2022, 09:15 AM
(22-05-2022, 10:33 PM)nextpage Wrote: একটা ব্যাপার আমাকে খুব ভাবায়। প্রায়শই লক্ষ্য করি সমাজের চরিত্রহীন লম্পট মানুষগুলোর কিন্তু মেধা আর বুদ্ধির দিক দিয়ে অন্যমাত্রার প্রাণী। এদের কাছে হিউম্যান সাইকোলজি দুধ ভাতের মত।
যেমন তোমার গল্পের নিশীথ বাবু ও কিন্তু হিউম্যান সাইকোলজি তে পাকা, তাছাড়া বহুরূপীো বটে। কোন পরিস্থিতি তে কোন আচরণের আবহ তৈরী করতে হবে সেটা তার চেয়ে ভালো মনে হয় কেউ জানে না। অরুন্ধতীর আসন্ন সংকট নিয়ে খুবই চিন্তিত। এমন বিপদে পাশে শক্তি হবার কেউ কি নেই।
যাকগে, যেসব নিয়ে কথা বললাম সব তো তোমারই মস্তিষ্ক প্রসূত চিন্তা ধারা।
একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবে আমার প্রত্যেকটি উপন্যাসের কাহিনীবিন্যাস অনেকটা সিনেম্যাটিক। যেখানে আদিকথা থেকে শুরু করে ক্লাইম্যাক্স পর্যন্ত টান টান উত্তেজনায় ভরা থাকে (মাঝে দু একটা গুরুত্বহীন এবং পাতে দেওয়ার অযোগ্য এমন পর্ব এসে যায় একথা স্বীকার করছি)। সে ক্ষেত্রে আমার উপন্যাসে খলনায়ক থাকবে না এটা তো হতেই পারে না। কথায় আছে খলনায়ক যদি জবরদস্ত না হয় তাহলে উপন্যাস চলে না। তবে লক্ষ্য রাখবে হবে antagonist যেন protagonist কে over power না করে যায়, তাহলে উপন্যাসের সেখানেই মৃত্যু ঘটে।
(22-05-2022, 11:01 PM)Jibon Ahmed Wrote: চমৎকার আপডেট দাদা
অসংখ্য ধন্যবাদ