23-05-2022, 12:23 AM
(This post was last modified: 23-05-2022, 12:24 AM by nextpage. Edited 2 times in total. Edited 2 times in total.)
(23-05-2022, 12:03 AM)Baban Wrote: যতই রূদ্র বাবু নিজের রূদ্র মূর্তি ধরে জ্বালিয়ে দিক নারীর ভেতরের খিদে, ওই বাবুর ছোটবেলা আর তার বাবা মায়ের সামনে সব তুচ্ছ। মায়ের আদর, মায়ের বাবা নামক পুরুষ নিয়ে মূল্যবান আলোচনা আর বাবা কথার অর্থ যেভাবে ছেলেকে বোঝালো তার তুলনা হয়না। বাবারাও কাঁদে, বাবারও হাসে, বাবারও রাগে, আবার বাবারাও জড়িয়ে ধরে, হাত তোলে হয়তো সন্তানের প্রতি রাগে, আবার হাত বুলিয়ে দেয় গালে, আবার জড়িয়ে ধরা, আবারো বকুনি। এইতো পিতা ❤
অসাধারণ লাগলো ওই বোল্ড লেটারে লেখা প্রতিটা লাইন। যার সামনে ওপরের ওই পাতলা লাইন গুলো টিকতেই পারেনা সে যতই কামুক হোক না কেন। এ যেন লেখকের নিজের সাথে নিজের লড়াই। তার সৃষ্টিকে হারিয়ে দিচ্ছে তারই আরেক সৃষ্টি।
ক্যা বাত..... চালিয়ে যাও ❤❤❤❤❤
দাদা।
বাবাকে খুব কম সময়ই পেয়েছি জীবনে। যখন ঠিকঠাক বুঝতে শিখেছি তখনি সব ছেড়ে চলে গেল। হারিয়ে ফেলার পর বুঝতে পারতাম কি হারিয়েছি। বাবুর পার্ট টা যেদিন লিখছি সেদিন পাশেই ছোট বোন দাড়িয়ে ছিল, ও বাচ্চাদের মত কান্না করছিলো, তখন মনে হলো আমার লেখাটা একটু হলেও সার্থক।
লেখার ব্যাপারে আমি নিজেকে নিয়ে খেলতে ভালবাসি। তোমাদের ভালোলাগা আমার বড় পাওয়া।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।