22-05-2022, 10:33 PM
একটা ব্যাপার আমাকে খুব ভাবায়। প্রায়শই লক্ষ্য করি সমাজের চরিত্রহীন লম্পট মানুষগুলোর কিন্তু মেধা আর বুদ্ধির দিক দিয়ে অন্যমাত্রার প্রাণী। এদের কাছে হিউম্যান সাইকোলজি দুধ ভাতের মত।
যেমন তোমার গল্পের নিশীথ বাবু ও কিন্তু হিউম্যান সাইকোলজি তে পাকা, তাছাড়া বহুরূপীো বটে। কোন পরিস্থিতি তে কোন আচরণের আবহ তৈরী করতে হবে সেটা তার চেয়ে ভালো মনে হয় কেউ জানে না। অরুন্ধতীর আসন্ন সংকট নিয়ে খুবই চিন্তিত। এমন বিপদে পাশে শক্তি হবার কেউ কি নেই।
যাকগে, যেসব নিয়ে কথা বললাম সব তো তোমারই মস্তিষ্ক প্রসূত চিন্তা ধারা।
যেমন তোমার গল্পের নিশীথ বাবু ও কিন্তু হিউম্যান সাইকোলজি তে পাকা, তাছাড়া বহুরূপীো বটে। কোন পরিস্থিতি তে কোন আচরণের আবহ তৈরী করতে হবে সেটা তার চেয়ে ভালো মনে হয় কেউ জানে না। অরুন্ধতীর আসন্ন সংকট নিয়ে খুবই চিন্তিত। এমন বিপদে পাশে শক্তি হবার কেউ কি নেই।
যাকগে, যেসব নিয়ে কথা বললাম সব তো তোমারই মস্তিষ্ক প্রসূত চিন্তা ধারা।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।