22-05-2022, 09:46 PM
(22-05-2022, 09:17 PM)Baban Wrote: শিকারির ফাঁদে পা দিয়ে বাঘিনী চলেছে এগিয়ে। সাবক অপেক্ষারত মায়ের ফেরার। বাঘ ওদিকে নতুন কচি বাঘিনীর সাথে মাংস ভাগাভাগিতে মত্ত। যদিও সাবকের কষ্টে বাবার মনেও চিন্তার ছাপ স্পষ্ট। এদিকে সুন্দরী সাবক মাতা পরিস্থিতির শিকার হয়ে আরও কঠিন পরিস্থিতে পড়তে চলেছে, আর সাথে নতুন নতুন মাংসের স্বাদ চেখে দেখার সুযোগ। কথাটা যতই জঘন্য ও বলতে কষ্ট হোক। শিকারীর বন্দুক থেকে গুলি বেরোনো আটকানো সোজা নয়!
দারুন পর্ব
অনেক ধন্যবাদ
প্রাচীন প্রবাদঃ- আপনা মাংসে হরিণা বৈরী। অর্থাৎ নিজের মাংসের জন্য হরিণী জগতের শত্রু। আদিম যুগের মানুষেরা নিজেদের ক্ষুন্নিবৃত্তির জন্য হরিণ শিকার করতো। কিন্তু বর্তমান শিকারিরা আদিম যুগের মানুষ না হলেও তাদের প্রবৃত্তিটা আদিম রয়ে গিয়েছে। 
আসলে বর্তমান শিকারিদের শিকার-বাসনার কারণ লুকিয়ে আছে তাদের মনস্তত্ত্বে। sadistic pleasure অর্থাৎ অপরকে যন্ত্রণা পেতে দেখে আনন্দ অনুভব করার জন্যই তারা নিষ্পাপ হরিণীদের স্বীকার করে।