22-05-2022, 09:44 PM
অতীতের প্রেক্ষাপটে বাবু আর তার মা অঞ্জলী দেবীর কথোপকথন পড়তে পড়তে ভাবছিলাম এ কি আমাদের সেই রুদ্র যে ক্রমশ ধুরন্ধর শিকারি হয়ে উঠেছে। একটার পর একটা মেয়ে যার শিকার হয়ে উঠছে .. তনয়া, রুপালি আরো না জানি কত অপেক্ষা করে আছে। অতীতের কোন ঘটনা বাবু ওরফে রুদ্রকে এইরকম করে তুলেছে .. সেটাই দেখার। keep going