22-05-2022, 09:34 PM
(22-05-2022, 09:11 PM)Sanjay Sen Wrote: মানুষের ব্রেইন ওয়াশ করে হ্যাঁ কে না আর না কে হ্যাঁ কিভাবে করতে হয় এটা তুমি ছাড়া আর কেউ পারবে না। আসলে এটাই তো তোমার লেখার ইউএসপি। ম্যানেজমেন্টের লোক তো, তাই মানুষের মনের উপর প্রভাব বিস্তার খুব সহজেই করতে পারো। ধীরে ধীরে শিকার খাঁচায় ঢুকছে, পরবর্তী আপডেটে ধামাকা হবে বুঝতেই পারছি, মুখিয়ে আছি তার জন্য। yr):
প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ
ম্যানেজমেন্টে কাজ করার সঙ্গে মানুষের মনের ওপর প্রভাব বিস্তারের কোনো সম্পর্ক নেই। তাছাড়া একজন লেখকের সৃষ্টির সঙ্গে তার কর্মক্ষেত্র এবং মানসিকতা এই দুটো গুলিয়ে না ফেলাই যুক্তিযুক্ত। গল্পের চরিত্রের জন্য আমরা অনেক সময় চোর হই, ডাকাত হই, পুলিশ হই, ভালোলোক হই, মন্দলোক হই, পুরুষ হই, নারী হই, শিশু হই .. এই প্রত্যেকটি চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারলে তবেই তো একজন প্রকৃত লেখক হয়ে ওঠে যায়।
বাই দ্যা ওয়ে, আমার লেখার আরও অনেক ইউএসপি আছে .. যেগুলো ক্রমশ প্রকাশ্য


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)