01-06-2022, 11:47 PM
ঘরে ঢুকেই মিত্রা বললো।
-কিরে তুই রেডি।
-তাহলে কি তোর জন্য অপেক্ষা করবো।
মিত্রা দরজা বন্ধ করলো।
আমি আলমারির আয়নাটার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি।
-সর না কি মেয়েদের মতো আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াস।
আমি আয়না দিয়ে দেখতে পাচ্ছি মিত্রা ভিঁজে জামা কাপড় চেয়ারের ওপর রেখে আমার টাওয়েলটা দিয়ে গা মুছছে।
আবার আমাকে ঠেলা মারলো।
ঘুরে দাঁড়ালাম। মিত্রা সোজা হয়ে বুকের ওপর ক্রশ করে হাতটা রেখেছে।
-প্লিজ আর করবোনা, এইবারটা ছেড়ে দে।
-ওপরটাতো ঢেকেছিস। নিচেরটা।
-চেঁচাবো। বলে দিচ্ছি।
-চেঁচা। গলা ফাটিয়ে ফেল।
-নিচে অদিতিরা আছে। কি ভাববে বল।
-মনে থাকে যেনো।
আমি দরজার দিকে এগোলাম।
-চলে যাবি।
-হ্যাঁ।
-একটু দাঁড়া, একসঙ্গে যাবো।
-খিদে লেগেছে। পেটে আগুন জ্বলছে।
-তাড়াতাড়ি করে নিচ্ছি।
আমি এসে খাটে বসলাম।
মোবাইলটা খাটের ওপর পরেছিলো আমি টেনে নিলাম। ম্যাসেজগুলো দেখলাম। অর্ক ঠিক ঠিক এগোচ্ছে। ছোট্ট একটা ম্যাসেজ করলাম।
-খালি কাজ করিস না খাওয়াদাওয়াটা ঠিক ঠাক করিস।
সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো।
-করছি বস আর একটু পর।
-ঠিক আছে। আমি তোর ম্যাসেজ ফলোআপ করছি।
রিপ্লাই এলো থ্যাঙ্ক ইউ বাই।
-কিরে এত ঘন ঘন ঢং ঢং করছে।
-অর্কর সঙ্গে একটু হ্যাজালাম।
-তুই খুব ভালো ফলোআপ করিস।
-সেই জন্য টিকে আছি।
দামিনী মাসিকে ফোন করলাম। রিং বাজতেই ভয়েজ অন করলাম।
-কিরে মাসিকে মনে পরলো।
-কেনো ভুলে গেছিলাম নাকি।
মাসি হো হো করে হেসে ফেললো।
-এখনো খেতে বসিসনি কেনো ?
-মিত্রা ঘরে আটকে রেখেছে।
-মিথ্যে কথা বলবিনা। নাগো মাসি।
-কিরে মিত্রা ঘরে আছে নাকি।
-হ্যাঁ। কাপড় পরছে।
-তুই কি করছিস।
-তোমার সঙ্গে কথা বলছি।
মাসি হো হো করে হাসলো।
-ডাক্তারকে পটিয়ে নিলি।
-খবর চলে গেছে।
-হ্যাঁ।
-সাগরেদ ভালোই রেখেছো।
আবার মাসি হেসে ফেললো।
-শোনো তোমায় একটা কথা বলি।
-বল।
-কাল তোমায় রাজনাথের ছেলেপুলে ডিস্টার্ব করতে পারে।
-সেতো গতকাল থেকে করছে।
-কয়েকদিন একটু চুপ থাকবে, মাথা গরম করবেনা।
-চুপ করেই আছি।
-ডাক্তারের খোঁজ খবর নিয়েছো।
-না।
-মিথ্যে কথা বলছো।
-সত্যি বিশ্বাস কর।
-এবার তোমার লোকজন কাজ করছেনা। আমার পকেটের লোক কাজ শুরু করেছে।
-সেটাও জানি।
-তাহলে বলে ফেলো।
-তুই জেনে নে।
-ঠিক আছে মনে থাকে যেনো কথাটা, আমাকে জিজ্ঞাসা করলে আমিও ঠিক এই কথা বলবো।
-তুইকি আমায় বলিস।
-সব বলেছি।
-কাজ হয়ে যাবার পর।
-বুঝেছি।
-কি বুঝেছিস।
-তোমাকে বুঝতে হবেনা।
-কবে আসবি।
-রবিবার দুপুরের দিকে।
-ও বাড়ি কিন্তু কমপ্লিট হবেনা।
মিত্রা আমার দিকে তাকালো। চোখ বড় বড়।
-তাহলে মিত্রার বাড়িতে থাকবো।
-সেই ভালো। আমাকে আরো দিন তিনেক সময় দিস।
-এই রবিবারের পরের রবিবার কাজ।
-মনে আছে।
-তুমি খেয়েছো।
-না, খেতে বসেছি সবে।
-আমার আগে খেতে বসে গেছো।
-কি করে জানবো তুই এখনো খাসনি।
-মাসি তুমি কি দিয়ে খাচ্ছ গো। মিত্রা আমার হাত থেকে ফোনটা নিয়ে বললো।
-সেদ্ধ ভাত। আলুভাতে ডালভাতে।
-কেনো ?
-আজ বৃহস্পতিবার। আমার নিরামিষ।
-জানো বুবুন আজ সকালে কলাই শাক, দই আঁতিপাতা তুলে এনেছে।
-আসার সময় আমার জন্য একটু শাকপাতা নিয়ে আসিস।
-আমিতো চিনি না। বুবুনকে বলো।
-তুই বলে দে।
-আচ্ছা। তুমি খেয়ে নাও।
-যা তোরাও খেতে বসগে যা।
-আচ্ছা।