21-05-2022, 03:27 PM
(21-05-2022, 01:39 PM)kalobaba Wrote: এমন উত্তর পেলে তো কমেন্ট করা মুশকিল। লেখকের চিন্তায় লাগাম পরানোর কথা বলা তো দূরের কথা, মাথায় আনিনি কখনো। ওটা লিখেছিলাম শুধু ঘটনা টা বলার জন্য। অন্য কোনো কিছু মানে করিনি। আপনার লেখা নিয়ে আমার একটা কথা: মধুময়।
তবে একটাই আক্ষেপ:আপনি সুমিতার ব্যাপার টা আর বললেন না। তার ছেলের অসুখ তা সারলো কিনা, বা তার পিসি জানে কিনা ব্যাপারটা! নীতা তার বাবার কষ্টটা কি জানে?। বা সমু জানে কিনা তার বোন যে তার বউয়ের এত খেয়াল রাখে।
না না... আমিও বলছি না যে আপনি ওই সব লাগাম টাগামএর জন্য লিখেছিলেন... এটা তো সত্যিই যে আমরা এখানে বসে যতটা কল্পনা করি, ততটাও বা আরো ভালো বলতে তার ধারে কাছেও ঘটে না বিদেশে... আমরা আমাদের কল্পনা দিয়ে কিছু কিছু দৃশ্য সাজিয়ে নিতে পছন্দ করি... আর সেই কারনেই আপনার মন্তব্যের প্রত্যুত্তরে আমি ওই কথাকটি লিখেছিলাম... আসলে আপনাদের মত বিচক্ষন এবং বিবেচক পাঠকদের মন্তব্য পেলে আমাদের মত ছোট খাটো লেখকদের খুবই উপকার হয়... এর ফলে ভবিষ্যতে গল্প সাজাবার সময় আরো বেশি করে যত্নশীল হয়ে ওঠা যায়...
এবার আসি সুমিতার কথায়... কালের প্রেক্ষিতে আর এই গল্পটির কারনে সুমিতাকে এখন অনির্দিষ্ট কালের জন্য চাপা দিয়ে রাখতে বাধ্য হয়েছি... একটা গল্প যখন লিখতে শুরু করি, তখন সেই গল্পটির চরিত্রের সাথেই ভিষন ভাবে একাত্ম হয়ে পড়তে হয়, চরিত্রগুলিকে বিশ্বাসযোগ্য করে তোলার প্রচেষ্টায়... কিন্তু তারপর সেই গল্পটা শেষ হয়ে গেলে আবার নতুন করে চরিত্রটাকে ফের মাথার মধ্যে ফিরিয়ে আনা একটু চাপের ব্যাপার... কারন তারপরে অনেকটা দিন অতিভাবিহ হয়ে যায়... এ ছাড়াও কাজের চাপও থাকে... তবে এই চরিত্রটি পাঠক মহলে খুবই সমাদৃত বলা যেতে পারে... তাই ভবিষ্যতে ইচ্ছা আছে গল্পটার আর একটা সিকোয়েল নিয়ে আসার... কিন্তু সেটা এখনই সম্ভব হবে না যতদিন না এই গল্পটি শেষ করতে পারছি...
অসংখ্য ধন্যবাদ আপনাকে, সময় বের করে আমার গল্পে আপনার মূল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য... ভবিষ্যতেও আশা রাখবো আপনার মতামত পাবো বলে... ভালো থাকবেন, সাথে থাকবেন...