21-05-2022, 01:39 PM
(20-05-2022, 05:39 PM)bourses Wrote: একদম সঠিক বলেছেন আপনি... আর সেই কারনেই এই পর্বটির একেবারে শুরুতে আমি ক্যাপ দ্য আগড়ের কিছু বর্ণনা দিয়ে রেখেছিলাম যেখানে বলেছিলাম যে কেউই কিন্তু সম্পূর্ণ নগ্ন হয়ে বিচরণ করে না... তবে গল্পের খাতিরে এটা একটু আনতেই হয়েছে... তা না হলে গল্পটাকে যৌনাত্মক করে তোলা যেতো না... এই ধৃষ্টতাটুকু নিজগুনে মার্জনা করে দেবেন...এমন উত্তর পেলে তো কমেন্ট করা মুশকিল। লেখকের চিন্তায় লাগাম পরানোর কথা বলা তো দূরের কথা, মাথায় আনিনি কখনো। ওটা লিখেছিলাম শুধু ঘটনা টা বলার জন্য। অন্য কোনো কিছু মানে করিনি। আপনার লেখা নিয়ে আমার একটা কথা: মধুময়।
![]()
তবে একটাই আক্ষেপ:আপনি সুমিতার ব্যাপার টা আর বললেন না। তার ছেলের অসুখ তা সারলো কিনা, বা তার পিসি জানে কিনা ব্যাপারটা! নীতা তার বাবার কষ্টটা কি জানে?। বা সমু জানে কিনা তার বোন যে তার বউয়ের এত খেয়াল রাখে।