18-05-2022, 11:24 AM
(18-05-2022, 12:44 AM)Baban Wrote: গল্পটা কিন্তু সত্যিই টান টান উত্তেজনায় পূর্ণ। আমি মোটেও যৌন উত্তেজনার কথা বলছিনা, সেটা থাকা তো স্বাভাবিক। আমি বলছি পটভূমির এই মায়াবী আকর্ষণ এর কথা। একটা যোগ্য যৌন উপন্যাস হতে চলেছে এটি।
যে শৈলীটা তুমি এই গল্পের ক্ষেত্রে ব্যবহার করছো সেটা ফিল্মে আমরা দেখতে পাই। বর্তমান চলতে চলতে নির্দিষ্ট একটা সময় পর কিছু অতীতের অবান্তর স্মৃতি যা কিছু মুহূর্তে অবান্তর হলেও তাতে লুকিয়ে আছে নানা সব অদ্ভুত মুহূর্ত যা আজ চাইলেও ফিরে পাওয়া সম্ভব নয়। তাই সেই মুহুর্তর গুরুত্ব তখন দর্শক না বুঝলেও এক সময় দুটো ভিন্ন কালের সময় যখন জোড়া লেগে যায় তখন দর্শক বুঝতে পারে অতীত ও বর্তমানের সেই অসাধারণ মেলবন্ধন। আমি জানিনা এই গল্পের ভবিষ্যত কি কিন্তু এটা জানি এই গসিপির অন্যতম এক স্মৃতি হয়ে থাকবে এই গল্প। তাই বলছি কোনো তাড়াহুড়োর দরকার নেই। সময় মতো ভেবে চিনতে পর্ব লেখো। দরকার হলে সপ্তাহে একটা বা দুটো করেই দিও।♥️♥️
ধন্যবাদ দাদা
আগের গল্পটা পূর্বেই লিখা ছিল তাই প্রতিদিন আপডেট দিয়ে শেষ করেছি। এবারের টা সদ্য মস্তিষ্ক প্রসূত তাই একটু সময় নিয়েই লিখছি। নিজের অতীতটাকে খুব মিস করি আমি তাই গল্পে অতীতের একটা প্লট কেন জানি মাথায় চলে আসে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।