17-05-2022, 06:48 PM
(15-05-2022, 09:59 AM)sairaali111 Wrote:আসলে এটিই অনিবার্যতা । অনেকটা বাধ্য হয়েই ২৮২ আপডেটখানি এইরকম লিলিপুট সাইজের দিতে হয়েছে । সকলের কাছেই এজন্য মার্জনা চাইছি । - সালাম ।
একটা কথা আছে, "সাইজ ডাজ ম্যাটার্স..." কিন্তু কখন সখনও আমি বলবো সেটা খাটে না যখন সেই সাইজ লিলিপুট হলেও তার অধিক দম দেখা যায়... তখন হয়ে যায় "সাইজ ডাজইন্ট ম্যাটার্স..." এখানেও সেটাই হয়েছে... লিলিপুটের মধ্যে এত দম... প্রয়োজন কি বড় সাইজের... এতেই তো কামাল করে দিয়েছেন... এই ভাবেই চলুক না, ছোট ছোট অথচ বিস্ফোরক আপডেট... সাথে আছি...