16-05-2022, 06:03 PM
(16-05-2022, 02:57 PM)Somnaath Wrote: হায় ভগবান আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা, তাহলে কয়েকদিন আগে দিল্লি থেকে ও যে অপারেশনটা করিয়ে আসলো সেটা কি এইজন্য?
সবকিছু না জেনে মন্তব্য করা উচিত নয়, তাই কি কারণে অপারেশন হয়েছিল এত কথা আমি বলতে পারবো না। এই অসুখটা তো আজকের নয় প্রায় এক বছরের থেকেও বেশি সময় ধরে চলছে। বুম্বার অফিসের একজন সহকর্মী (শান্তনু) আছে, যে আবার আমারও বন্ধু আমাদের পাড়াতেই থাকে, তার থেকেই খবরা-খবরগুলো পাই। ওর কাছ থেকেই শুনলাম বর্তমানে আমাদের বুম্বার অবস্থা খুবই সঙ্কটজনক। এর বেশি আর কিছু বলতে পারবো না।