14-05-2022, 11:35 PM
চুমো
nextpage
জাম কালারের শার্ট আর জিন্স প্যান্ট গায়ে গলিয়ে আমি বেরিয়ে পড়ি মেস থেকে। গলির মোড়ে এসে একটা রিক্সার ভাড়া ফুড়ানো শেষে ফোন করে ওকে ওর মেসের সামনে থাকতে বলে দেই। সদ্য কলেজে ভর্তি হওয়া কিশোর তখন আমি। শহরে আসার পর কৈশোরের প্রথম প্রেম উদযাপন করার জন্য পেয়ে গেলাম আমাদের দুজনের প্রথম পহেলা বৈশাখ। রিক্সা টা ওর মেসের সামনে আসতেই ধবধবে সাদা কালারের জামায় হাতের কাজ করা একটা জামা আর মিষ্টি কালারের ওড়না পরিহিতা প্রেমিকা আমার পাশে উঠে বসে। রিক্সা চলতে শুরু করে, গন্তব্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। কাছেই সার্কিট হাউজ পার্ক তবে সেখানে পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যাওয়ার চান্স বেশি। তাই নিজেদের প্রেম প্রকাশ্যে না আনতেই একটু দূরে যাওয়া আর কি।
রিক্সা থেকে নেমে প্রথমেই বোটানিক্যাল গার্ডেন এর টিকিট কেটে ভেতরে ঢুকে যাই। ভেতরে প্রচুর কাপল ঘুরাঘুরি করছে। আমরাও ভিতরের দিকে এগিয়ে গিয়ে একটা জামরুল গাছের নিচে বসে গল্প করতে থাকি। কিছুক্ষণ সেখানে থেকে চলে যাই শহীদ মিনারের দিকে সেখানে বৈশাখের অনুষ্ঠান হচ্ছে। এদিক সেদিক ঘুরাঘুরি, চটপটি ফুচকা খাওয়া, কমদামি টাচ ফোনে ছবি তোলা এসবে সময় পেরিয়ে যায়। এই প্রথম ভালোবাসার মানুষের সাথে কোথাও ঘুরতে এলাম। এর আগে হয়তো ওর টিউশন অব্দি একসাথে হাঁটতাম। মাঝে মাঝে বাড়িতে যাওয়ার সময় ওকে বাসে তুলে দিতে আসতাম। তবে আজকের দিনটা পুরো ভিন্ন। প্রেমে পড়ার পর সেই মানুষটাকে নিয়ে কাটানো মূহুর্ত গুলোর অন্যরকম অনূভুতি থাকে সেটা লিখে প্রকাশ করার মত শব্দ খুঁজে পাওয়া যায় না।
বিকেল হয়ে আসছে এবার ফিরতে হবে। রিক্সায় করে ফিরছি আবার। আমার হাত টা শক্ত করে ধরে রেখেছে। নানা রকমের কথা বলছি দুজনে, হঠাৎ হঠাৎ গুন গুন করে গান গাইছে ও। রিক্সা টা বড় রাস্তা ছেড়ে গলিতে ঢুকে পড়ে। পাশ থেকে বলে উঠে তোমাকে এই খুঁচা খুঁচা দাঁড়িতেই বেশি ভাল লাগে আর সঙ্গে সঙ্গে আমার গালে টুকুস করে চুমো খায়। বিদ্যুৎ গতির এই চুম্বনে আমি প্রথম ওর ঠোঁটের স্পর্শ পেলাম। পাশ ফিরে তাকাতেই দেখি লজ্জায় বদলে যাওয়া মুখের অভিব্যক্তি লুকাতে মাথা নিচু করে আছে। ছোট্ট একটা মূহুর্ত তবে সেটার কি মূল্য ছিল আমার কাছে সেটা অব্যক্ত রয়ে গেছে। প্রেমিকার কাছ থেকে পাওয়া প্রথম চুমোর সেই মূহুর্ত আজও অমলিন হয়ে আছে। আমিও চুমো খেয়েছিলাম তবে ওর হাতে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।