14-05-2022, 02:47 PM
(14-05-2022, 11:57 AM)Baban Wrote: যদিও বলার প্রয়োজন নেই তাও বলছি জোর করে আপডেট লেখার দরকার নেই। নিজে যখন সুস্থতা অনুভব করবে তখন লেখো। নইলে না লেখায় মন বসবে আর না হাত চলবে সেইভাবে আর তার ফলাফল লেখায় প্রতিফলিত হবে। আমি জানি তোমায় বলার প্রয়জন ছিলোনা। তাও যারা সত্যিই লিখতে ভালোবাসে তাদের কোথাও একটা আকর্ষণ ও টান অনুভব হয় নিজের কাজের প্রতি। সেই জন্যই বলা।
যথার্থ বলেছ, আসলে গতকাল থেকেই ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে আমার। দেখি যদি পারি তাহলে পরবর্তী আপডেট নিয়ে ভাববো, আর যদি না পারি তাহলে কিছু বলবো না।