14-05-2022, 02:40 PM
(This post was last modified: 14-05-2022, 02:43 PM by Bumba_1. Edited 2 times in total. Edited 2 times in total.)
এই অনু গল্পটি পড়ে যত না ভয় পেয়েছি, তার থেকে অবাক হয়েছি বেশি এই ভেবে মাত্র কয়েকটা লাইনের মধ্যে দিয়ে কি সুন্দর ভাবে মনের অভিব্যক্তি ফুটিয়ে তুললে। আসলে এটা বোধহয় একমাত্র বাবানের পক্ষেই সম্ভব।
বিঃদ্রঃ যিনি ফোন করেছিলেন তিনি সম্ভবত রাজীব বাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী, সে ক্ষেত্রে উনি উনার প্রথম পক্ষের স্ত্রীকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিলেন, যিনি এখন গত হয়েছেন। অথবা যিনি ফোন করেছিলেন তিনি প্রথম এবং একমাত্র স্ত্রীও হতে পারেন .. সে ক্ষেত্রে বিছানার ভদ্রমহিলা হয়তো তার প্রেমিকা ছিলেন, যাকে ঠকিয়ে রাজীব বাবু অন্যত্র বিয়ে করেছিলেন। এবং হয়তো বা সেই প্রেমিকার মৃত্যুর জন্য রাজীব বাবুই কোনো অংশে দায়ী।
বিঃদ্রঃ যিনি ফোন করেছিলেন তিনি সম্ভবত রাজীব বাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী, সে ক্ষেত্রে উনি উনার প্রথম পক্ষের স্ত্রীকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিলেন, যিনি এখন গত হয়েছেন। অথবা যিনি ফোন করেছিলেন তিনি প্রথম এবং একমাত্র স্ত্রীও হতে পারেন .. সে ক্ষেত্রে বিছানার ভদ্রমহিলা হয়তো তার প্রেমিকা ছিলেন, যাকে ঠকিয়ে রাজীব বাবু অন্যত্র বিয়ে করেছিলেন। এবং হয়তো বা সেই প্রেমিকার মৃত্যুর জন্য রাজীব বাবুই কোনো অংশে দায়ী।
তোমার গল্পের থেকে আমার মন্তব্য বড় হয়ে গেলো