13-05-2022, 09:54 PM
ছোট্ট ভয় - বাবান
ঘুম জড়ানো চোখেই একবার ঘুমন্ত বৌয়ের দিকে তাকিয়ে নিয়ে রাজীব বাবু হাত বাড়িয়ে জড়িয়ে ধরলো বৌকে। বৌয়ের কাঁধে মুখটা গুঁজে আদুরে চুম্বন খেয়ে আবার চোখ বুঝলেন তিনি। একটু পরেই টেবিলে রাখা ফোনটা বেজে উঠলো। উফফফফ এতো রাতে কে রে ভাই অসহ্য! রাজীব বাবু তাও ওপাশে ফিরে ঘুম চোখে কার ফোন না দেখেই হাই তুলে রিসিভ করে বলল - হ্যালো... কে? ওপাশ থেকে জবাব এলো.......বাবা!! ঘুমিয়ে পড়েছিলে নাকি? এতো তাড়াতাড়ি আজ? এদিকে যে ভাবলাম আমি নেই তাই হয়তো অনেক রাত অব্দি টিভি দেখে কাটাবেন বাবু.....যাইহোক শোনো... আমি কাল সকালে আসছিনা.... রাতে আসবো.... গাড়িটা ওই সাতটার দিকে পাঠিও। শুনছো? হ্যালো? হ্যালো? শুনছো? কিগো? আরে ধুর ছাঁই শুনছো? কেটে গেল নাকি লাইনটা? হ্যালো?
আর হ্যালো! ওদিকে যে রাজীব বাবু পুরো হেলে গেছেন..... কারে জড়িয়ে চুমা দিলুম গা !???!
#baban
(বড়ো ভুতের গল্পের সাথে এই ছোট্টটা ফ্রি )