12-05-2022, 02:06 PM
(12-05-2022, 11:49 AM)sudipto-ray Wrote: বুম্বাদা, গল্পটা কি শুধু একজন নারীকেন্দ্রিক থাকবে, নাকি ভবিষ্যতে গল্পের পথ পরিক্রমায় আমাদের জন্য আরো চমক অপেক্ষা করছে। যতটুকু জানি, শুধু একজন নারীকে ছলে-বলে ভোগ করা একটা ভালো গল্পের Base হতে পারে না। " চক্রবূহ্যে শ্রীতমাতে " তাও সাসপেন্স ছিলো, ভালোবাসা ছিলো, সর্বপরি মনে রাখার মতো কিছু ছিলো গল্পটাতে। ঐরকমটাই চাই তা না, কিন্তু গল্পে বিচিত্রতা ও ব্যাতিক্রমধর্মীতা থাকলে আমরা পড়তে আরো মজা পেতাম আর কি। আশা করি আপনি আমাদের হতাশ করবেন না দাদা।
দয়া করে স্পয়লার দেবেন না। আপডেটের জন্য লাইক ও রেপুটেশন দুটোই।
কি বলবো বুঝতে পারছি না। আমি জানি আমার কাছ থেকে তোমাদের পাহাড়প্রমাণ আশা .. তার কতটুকু পূরণ করতে পারবো জানি না। শুধু এটুকু বলতে পারি .. এটা নারী কেন্দ্রিক উপন্যাস নয়। যে চরিত্রগুলো এখন দেখছো - অর্থাৎ অরুন্ধতী, তার স্বামী, দুর্বৃত্তরা (সবার নাম নিচ্ছি না) এই চরিত্রগুলি আসবে যাবে। গল্পটা গোগোলের .. তার জীবনের .. লম্বাআআআআআআ চলবে এই উপন্যাস।