12-05-2022, 02:03 PM
(This post was last modified: 12-05-2022, 02:04 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(12-05-2022, 11:16 AM)Somnaath Wrote: কি সাংঘাতিক কী নৃশংস এই প্রধান শিক্ষক! হতেই হবে, নেগেটিভ ক্যারেক্টারগুলো যতটা ভয়ঙ্কর হবে, কাহিনী ততটাই উপভোগ্য হবে পাঠকদের কাছে।
প্রতিনিয়ত করছে নিশীথ মন্দ কাজ কত!পাহাড় প্রমাণ পাপের বোঝা বাড়ছে শত শত।এত পাপের হিসেব-নিকেশ প্রভু যদি চায়,কি হবে তখন হায়, নিশীথ বাবুর উপায়!প্রতিনিয়ত করেছে নিশীথ যত্রতত্র ভুল,কি করে দেবে তখন ভুলের মাশুল!
তবে তোমার লেখা কবিতার এই লাইনগুলোর সূত্র ধরে বলি, আমার মনে হয় শুধুমাত্র নিশীথ বাবুর এই পাপের শাস্তি পেতে বোধহয় খুব একটা বিলম্ব নেই। কথাটা ভুল বললাম কি?
কি বলি বলো তো .. তোমাদের সামনে তো কিছু লেখাই যাচ্ছে না .. যা লিখছি যা বলছি সবকিছুর অন্তর্নিহিত অর্থ নিমেষের মধ্যে বের করে নিচ্ছো .. অন্য লেখকদের সঙ্গে এরকম করে তাদের একটু বিপদে ফেলতে পারো তো শুধু এটুকুই বলবো চরিত্রগুলি যাবে আসবে .. কিন্তু অনেকদিন পর্যন্ত (যদি না উপর থেকে ডাক আসে) চলতে থাকবে এই উপন্যাস।