12-05-2022, 02:01 PM
(12-05-2022, 10:16 AM)sairaali111 Wrote:এই '' বটব্যাল '' শব্দটি শুনলেই কেমন যেন অনিবার্যভাবেই মনে আসে - ব্যাট বল । আর ঐ দুটির ঠিকঠাক সংযোগেই তো - বা উ ন্ডা রিইইইইই ... । না, আপনি পারেন নি । বাউন্ডারির কথা বলছি । . . . . . আপনার গুলো তো , হ্যাঁ , সংশয়াতীত - '' ওভার বাউন্ডারিঈঈঈঈ....'' । - সালাম ।
ছোটবেলায় আমাদের একজন মাস্টারমশাই ছিলেন যার পদবী ছিল বটব্যাল। এই চরিত্রটি তাকে মাথায় রেখে লেখা হয়েছে এমনটা বলছি না .. তবে কাকতালীয়ভাবে তাকে আমিও ব্যাট বল বলে (ভুল করে) আড়ালে সম্মোধন করতাম।
কলেজ এবং ইউনিভার্সিটি লাইফে যখন ক্রিকেট টিমে ছিলাম, তখন অনেক ওভার বাউন্ডারি হাঁকিয়েছি আমি। আসলে অলরাউন্ডার ছিলাম তো .. ছয় অথবা সাত নম্বরে অর্থাৎ ৪ অথবা ৫ উইকেট পরলে ব্যাট করতে নামানা হতো আমাকে। হাতে ওভার কম থাকতো। তখন একটাই নির্দেশ থাকতো প্যাভিলিয়ন থেকে "যাও গিয়ে চালিয়ে খেলো।" চালিয়ে খেলতে গিয়ে ওভার বাউন্ডারি যেরকম হাঁকিয়েছি আবার অনেক সময় আউট হয়ে গিয়েছি তাড়াতাড়ি। তবে এই উপন্যাসের ক্ষেত্রে মাঝেমধ্যে ওভার বাউন্ডারি হাঁকাতে হবে এটা ঠিক, তবে তাড়াতাড়ি আউট হওয়ার কোনো ইচ্ছে নেই, বরং মাটি কামড়ে ক্রিজে পড়ে থাকতে চাই।