11-05-2022, 10:49 PM
(11-05-2022, 10:07 PM)Sanjay Sen Wrote: এই ফোরামের কিছু বিখ্যাত লেখক তাদের নিজস্ব লেখার স্টাইলের জন্য বিখ্যাত। কারোর মাথা খাওয়া - টেকনিক্যাল ভাবে বলতে গেলে ব্রেন ওয়াশ, বিবেকের সঙ্গে যুদ্ধ - অর্থাৎ মানসিক দ্বন্দ্ব এবং তার সঙ্গে ষড়যন্ত্রের চাল। এই তিনটি ক্ষেত্রেই তুমি অসামান্য এবং অতুলনীয়। তাই তোমার গল্পগুলো এতটাই রমরমিয়ে চলে সব জায়গায়।
অরুন্ধতীর সঙ্গে নিশীথের sex encounter না হওয়াতে আমার মন ভেঙেছে ঠিকই। কিন্তু, আমার কাছে এই পর্বের একটা আলাদা গুরুত্ব আছে। যেখানে বাঘের ভয় পর্বটি যেরকম পরপর তিন থেকে চারটি আপডেটের পথ প্রশস্ত করেছিল, ঠিক সেই রকম ভাবেই দুর্দৈব পর্বটি আগামী আরো কয়েকটি আপডেটের পথ প্রশস্ত করবে।
ব্রাভো ব্রাভো ব্রাভো .. আমার উপন্যাসের যে এরকম অসাধারণ বিশ্লেষণ হবে, তা আমার কল্পনার অতীত। আমি নিজেই আমার এই পর্বটিকে এত ভালো বিশ্লেষণ করতে পারতাম না। তোমার/তোমাদের মতো পাঠক পেয়ে আমি ধন্য .. শেষ পর্যন্ত সঙ্গে থেকো।
(11-05-2022, 10:40 PM)nextpage Wrote: নিশীথ বাবু পাক্কা পাভার্টের মতই খেলাটা খেলে গেছেন। নারী মনে কোথায় আঘাত করলে সেটা কতটুকু সহ্যশক্তির পরীক্ষা নিতে পারে সে সম্পর্কে সে বিশেষজ্ঞ।
আপনি যে একজন বাঙালি মধ্যবিত্ত নারীকে নিয়ে লিখছেন সেটার চিন্তাধারা থেকে একটুও বিচ্যুতি হয়রি গল্পের। নারী এতো সহজে বিকোয় না। অরুন্ধতী সেটা আবারো প্রমাণ করলো অর্থাৎ আপনার হাত দিয়ে প্রমান হলো। চাইলে এই রাতেই সব হয়ে যেত পারতো তবে সেটা না হওয়াতে গল্পের ধার আরও বাড়লো।
লতিকা দেবীর এহেন অপমানের পরও যে একটুও বদল হলো না সেটাই দেখার বিষয়।
মা সন্তানের জন্য সব করতে পারে। এবার অরুন্ধতীর সেই জায়গাটায় আঘাত লেগেছে, এখন কতক্ষণ পর্যন্ত সে নিজেকে তার সতী অবস্থান টা ধরে রাখতে পারে সেটাই দেখার বিষয়।
একটা কথা মাথায় আসলো শুধু কল্পনা দিয়েও কিন্তু উত্তেজনা আনা যায় সেটার জন্য অরুন্ধতীর সতীত্ব নষ্ট হতেই হবে তেমন কোন কথা নেই কিন্তু।
অসাধারণ বিশ্লেষণ করলে .. not only এই পর্বের but also এই কাহিনীর ভবিষ্যতের .. তোমার শেষের কথাগুলো খুব দামী .. দেখা যাক কি অপেক্ষা করে আছে অরুন্ধতীর ভাগ্যে।