11-05-2022, 09:42 PM
(11-05-2022, 09:08 PM)Baban Wrote: পাপের খেলা হচ্ছে শুরু
মায়ের বুক করে দুরু দুরু
গত রাতের সেই অনুভূতি
এগোলেও ভুল পিছলেও ক্ষতি
আসবে আরও নানা দৈত্ত
দুস্টু খেলায় হবে মত্ত
এদের মাঝে এক নিষ্পাপ শক্তি
মুক্ত হয়েও আর নেইকো মুক্তি
অসাধারণ এক পর্ব ছিল
শয়তানটার অস্পর্ধা কি লেভেলের যে বাচ্চাকে দিয়ে আরেক বাচ্চার বাগে ওই সব ঢুকিয়ে দেয়। যোগ্যটায় সে হয়তো অনেক এগিয়ে কিন্তু মানুষ হিসেবে সে কবেই ডাহা ফেল করেছে। তবে ধুর্ত ভয়ানক। রাতের পর থেকে একটা আলাদা অধিকার যেন ফলাচ্ছে গোগোলের মায়ের ওপর ওই ডিয়ার বলে। এবারে নতুন পদক্ষেপ!!
প্রতিনিয়ত করছে নিশীথ মন্দ কাজ কত!
পাহাড় প্রমাণ পাপের বোঝা বাড়ছে শত শত।
এত পাপের হিসেব-নিকেশ প্রভু যদি চায়,
কি হবে তখন হায়, নিশীথ বাবুর উপায়!
প্রতিনিয়ত করেছে নিশীথ যত্রতত্র ভুল,
কি করে দেবে তখন ভুলের মাশুল!
খুব সুন্দর বিশ্লেষণ করলে পুরো ব্যাপারটা
(11-05-2022, 09:29 PM)Bichitro Wrote: একটা চুমু ছাড়া কিছু হয়নি দেখে কষ্ট পেলাম .... লতিকা দেবীর অপমান হওয়ার পর ভেবেছিলাম শুধরে যাবে । কিন্তু কুকুরের ল্যাজ সোজা হয়না কখনো .... একটা শিক্ষক একটা বাচ্চা ছেলের ব্যাগে কোকেন ঢুকিয়ে দিল ..... পাঁচ গ্রামের একটা প্যাকেট তো খুব ছোট হবে । জানালা দিয়ে ফেলে দিতে পারতো .... প্রশ্নটা হলো ওই বোকাচোদা প্যাকেটটা পেল কি করে ? এবার সন্দীপ কিন্তু একটা জলজ্যান্ত সাক্ষী । ঘুরে বেড়াবে এদিক ওদিক .... দেখা যাক কি হয়
❤️❤️❤️
ওই বোকাচোদা প্যাকেটটা পেল কি করে .. এই প্রশ্নটা একটু বোকা বোকা হয়ে গেল না? দুষ্টের ছলের অভাব হয় কি? তার উপর নিশীথ বটব্যালের মতো ইনফ্লুয়েন্সিয়াল লোক। তোমার বা আমার ব্যাগে যদি কোকেনের প্যাকেট পাওয়া যেত, তাহলে নিশ্চয়ই জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিতাম আমরা। কিন্তু ছোট্ট গোগোল তো কোকেনের মাহাত্ম্য বোঝেনি, তাই সরল মনে টিচার্স রুমে গিয়ে জমা দিয়েছে। পাঁচগ্রাম কোকেনের প্যাকেটের সাইজ যতই ছোট হোক না কেন, একবার বন্ধুদের জিজ্ঞেস করে নিও এর বাজার মূল্য ..