11-05-2022, 11:59 PM
পকেট থেকে মোবাইলটা বার করে ডায়াল করলাম।
-হ্যালো।
-দাদা, আমি অনি।
-ভালো করেছিস ফোন করে। তোর নম্বরটা আমার কাছে নেই। এখুনি সুরোকে ফোন করে তোর নম্বর চাইলাম।
-কেনো দাদা?
-তুই আমাকে বাঁচতে দিবিনা।
-আবার কি অন্যায় করলাম।
-ডাক্তারটাকে গুম করে রেখেছিস কেনো?
-আমি করলাম কোথায় ?
-ওই হলো। তুইতো আমার থেকে ক্ষমতাবান।
-অন্যায় হয়েছে?
-ওই ভদ্রমহিলার সঙ্গেও একটু বসবো।
-কেনো?
-সে তোকে জানতে হবেনা। তুই ডাক্তারকে ছেড়েদে। আমাকে আমার সংসারটা চালাতে হবে তো।
-যদি গন্ডগোল করে।
-আমার দায়িত্ব। তুই ওর নামে যা খুশি লেখ। তাতে যদি ওর ক্ষতি হয় হোক আমি বলতে যাবোনা। আমার তো এই মুহূর্তে বলার কিছু নেই।
-ঠিক আছে। ছেড়ে দিয়ে খবর দেবো।
-তাই দিস।
-আর একটা কথা আছে।
-বল।
-হাতের সামনে ডাইরীটা আছে?
-কেনোরে।
-আগামী রবিবারের পরের রবিবার সাতটার পর থেকে আমার বাড়িতে সময় দিতে হবে।
-কেনো।
-নেমন্তন্ন।
-কিসের!
-সুরঞ্জনা সেদিন জমপেশ করে সাজবে বললো।
হো হো হো করে অনিমেষদা হেসে ফেললো।
-তাহলে তুই বিয়ে করেছিস বল।
-করিনি করবো। আমি সোমবার বিকেলে যাবো।
-আমি থাকতে পারবোনা।
-বৌদি আর সুরো থাকলেই হবে।
-তুই তোর বৌদিকে ফোন করে বলে দে।
-আচ্ছা।
-আমার কাজ কতদূর এগোলো।
-জায়গাগুলোর নাম একটু বলো।
দাদা পর পর নামগুলো বলে গেলো।
-নিরঞ্জনকে বলার দরকার নেই।
-আচ্ছা।
-শোন তোর সঙ্গে পরে কথা বলবো। হাতের কাজগুলো একটু সারি।
-আচ্ছা।
রেকর্ডিংটা সেভ করলাম।
ইসলাম ভাই-এর দিকে তাকালাম। ইসলাম ভাই হাসতে হাসতে আমাকে জড়িয়ে ধরলো।
-তুই কি সুন্দর না বলেও আমার কথাটা প্রেজেন্ট করলি।
-এবার কি করবে।
-দামিনীকে একটা ফোন কর।
-আমি করবোনা তুমি কর।
-কেনো!
-আমার বলাটা ঠিক হবে। মাসি অন্য কিছু মনে করতে পারে।
-কিচ্ছু মনে করবেনা।
-তুমি ফোন করোনা তারপর আমি কথা বলেনেবো।
ইসলাম ভাই ফোন করলো।
-অনি কেমন আছেরে।
-ভালো, এখনো বাড়ি ঢোকেনি। আমরা দু’জন সেই জায়গাটায় বসে আছি।
-সকাল থেকে ছেলেটা স্নান-খাওয়া কিছু করেনি।
-বাড়িতে গিয়ে করবে।
-দে ওকে।
-তোমার কথা শুনতে পাচ্ছে।
-কিরে।
-বলো।
-ফোন করলিনা।
-সবার ঝামেলা সামলাতেই সময় কেটে গেলো।
-ইসলাম বলছিলো।
-মাসি।
-কি হয়েছে রে। তোর গলাটা কেমন কেমন শোনাচ্ছে।
-কিছু হয়নি। তোমাকে একটা কথা বলবো।
-ওখানে কিছু হয়েছে।
-না।
-তাহলে!
-অনিমেষদাকে ফোন করেছিলাম একটু আগে।
-ডাক্তারকে ছেড়ে দিতে বলছে।
-তুমি জানলে কি করে।
-সে তোকে জানতে হবেনা। ওরা দায়িত্ব নেবে।
-অনিমেষদা নিজে দায়িত্ব নেবে বলেছে।
-ইসলামকে দে। আমার কথা শোনা বন্ধ কর।
আমি ইসলাম ভাই-এর হাতে মোবাইলটা দিলাম।
ইসলাম ভাই আমার পাশ থেকে উঠে দূরে চলে গেলো। অনেকক্ষণ দামিনী মাসির সঙ্গে কথা হলো। তারপর ধীর লয়ে হাঁটতে হাঁটতে আমার কাছে এগিয়ে এলো। খালি কানে টুকরো টুকরো কথা ভেসে এলো। তোমাকে ও মাসি বলে ডাকে। তুমি কষ্ট পেলে ও কষ্ট পাবে। তুমি চাও ও কষ্ট পাক। তাহলে।
আমি উঠে দাঁড়ালাম।
ইসলাম ভাই কাছে এগিয়ে এলো।
-ধর কাঁদছে কিছুতেই বুঝবেনা।
-কি হলো মাসি, কাঁদছো কেনো।
-কই কাঁদছি ইসলাম মিছে কথা বলছে।
-তোকে সব সময় কাছে কাছে থাকতে হবে। তোর কোথাও যাওয়া চলবেনা। ইসলাম ভাই বললো।
-ঠিক আছে আমি কাল চলে যাবো।
-না। তোকে আসতে হবেনা।
-তুমি এরকম করলে চলে কি করে বলো।
-মন মানে না।
-তুমিইতো সকালবেলা আমাকে এতো বোঝালে।
-তোকে বুঝিয়েছি নিজের মনকে বোঝাতে পারছিনা।
-তোমরা সবাই যদি এরকম অবুঝপনা করো সামলাবো কি করে।
-আর করবোনা।
-তোমার মিষ্টি এখানে সকলে খেয়েছে। সবাই খুব আনন্দ করেছে।
-আমি সব শুনেছি।
-ইসলাম ভাই শুনিয়েছে।
-হ্যাঁ।
-ডাক্তারের ভাষণ কেমন লাগলো।
-বড্ড অমায়িক।
-তোমার মিষ্টি মুখে দিয়েই বলেছে উত্তর কলকাতার।
-উনিতো অনেকদিন উত্তর কলকাতায় চেম্বার করেছেন।
-তুমি আমার থেকে বেশি জানবে। আমি মিত্রার শরীর খারাপ হতে জানলাম। তারপর জানলাম দাদার বুজুম ফ্রেন্ড।
-তুই রোববার কখন আসবি।
-খেয়ে দেয়ে বেরোবো। বিকেল বিকেল পৌঁছে যাবো।
-আচ্ছা। এখন ঘরে যা।
-তুমি কিন্তু কাঁদবেনা।
-আচ্ছা।
-রাখছি।
-আচ্ছা।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)