10-05-2022, 05:50 PM
(This post was last modified: 10-05-2022, 05:51 PM by bourses. Edited 1 time in total. Edited 1 time in total.)
(10-05-2022, 01:30 PM)Bichitro Wrote: এই যে পৃথার একটা ফটোর সাথে কথা বলা ... এটা কেমন একটা লাগছে । মানে আমরাও সেলিব্রেটির উপর ক্রাশ খাই যেমন পৃথা ওই ফটোর লোকটার উপর খেয়েছে । কিন্তু আমাদের কেউ পৃথার মত সেলিব্রেটির ফটোর সাথে কথা বলেনা , বলিনা । ডাইরি লেখা আলাদা, ভগবানের ফটোর সামনে নিজের গোপন কথা বলা আলাদা কিন্তু একটা অচেনা অজানা মানুষের ফটোর সাথে কথা বলাটা কেমন একটা লাগছে ....
কোথাও একটা সাইকোলজির দুটো লাইন পড়েছিলাম --- পুতুলের সাথে কথা বলা খারাপ না । পুতুল যখন কথা বলতে শুরু করে তখন সেটা খারাপ।
তবুও কেমন একটা সাইকো সাইকো লাগছে ।
❤️❤️❤️
হুমমমম... এটা কিন্তু একটা বেশ ভালো জিজ্ঞাস্য... তবে কি জানো তো? আমরা মানুষের এই ধরনের মানসিকতার কতটুকুই বা খবর রাখি? হয়তো এমনও হয়... নিজের ক্রাশএর সাথে এই ভাবেই ছবিটাকে সামনে ধরে কথা বলে... মনের সমস্ত কিছু ঘরের নিভৃতে খুলে মেলে ধরে... হতেও তো পারে... তাই না? এখানে পুতুলের সাথেই না হয় কথা বলাটা রইলো... কারন পুতুল তো আর এখানে কথা বলছে না...
সত্যিই বলছি, খুব ভালো লাগে যখন পাঠক কোন লেখার এত সুন্দর বিশ্লেষন তুলে ধরে...