09-05-2022, 05:40 PM
(09-05-2022, 11:55 AM)Bumba_1 Wrote: আমার খুব পছন্দের একটি কবিতা .. রুপের সঙ্গে সঙ্গে গলাটাও ভারি মিষ্টি চন্দ্রার। খুব ভালো লাগলো
কবিতাটি আমারও খুব পছন্দের, আর তাই যখন চন্দ্রা ম্যাডাম আমায় এটা পাঠালো, তখন আমি আর লোভ সামলাতে পারলাম না তোমাদের সামনে এটাকে তুলে ধরতে... প্রথমে অবস্য কিছুতেই রাজি হচ্ছিল না... পরে অনেক কষ্টে রাজি করিয়েছিলাম... আমারও ইচ্ছা ছিল ওর গলায় আবৃতি একটু তোমাদের সামনে তুলে ধরার... আসলে আমার এই এক রোগ... ভালো কিছু একা উপভোগ করতে ইচ্ছা করে না... মনে হয় প্রিয়জনদের সাথে সেটি ভাগ করে নিই... আমার যেটা ভালো লেগেছে, সেটা তোমাদেরও যে লাগবে, সেই ব্যাপারে আমি সুনিশ্চিত ছিলাম... হ্যা, ঠিকই বুঝেছ, আমাদের চন্দ্র ম্যাডামকে দেখতেও যেমন ওর গলাটা সত্যিই মিষ্টিও তেমন... শুদু রাগটা একটু বেশিই... থাক বাবা, আমি এখানে আর কিছু বলবো না... শালা দেখলে আমারই তো ঝাড় হবে... তার থেকে চেপে যাওয়াই ভালো... কি বলো?