09-05-2022, 05:37 PM
(07-05-2022, 10:59 PM)AkRazu7 Wrote: রাতে একটু ঘুরতে আসলাম, আপনার গল্প দেখি পেজ এ ওপরের দিকে। ভেতরে ঢুকে দেখি আপডেট এসেছে। পড়লাম, ঘুম উড়ে গেছে। কী দিয়েছেন দাদা! আপনার গল্প পড়ার সময় মনে হয় চন্দ্রকান্তা নিজে সরাসরি আমার মাথার ভেতরে প্রতিটা শব্দ উচ্চারণ করে গল্প বলছে। প্রত্যেকবার গল্প পড়ার পর যখন হুশ ফেরে তখন দেখি চন্দ্রকান্তার গলার স্বরটা কেমন ছিল তা আবার কীভাবে যেন ভুলে গেছি।
হা হা হা... এটাই তো কাম্য যে কোন লেখকের... যাতে করে নিজের মাথার মধ্যের ওয়েফ লেংথটাকে পাঠকের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়... আর সেটা করতে পেরেছি দেখে সত্যিই ভিষন ভালো লাগছে... তবে আমাদের চন্দ্রকান্তা এমনই... ওর কথা শুনতে শুনতে আমারই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, সেখানে তোমাদের তো হবেই... হে হে...