09-05-2022, 05:12 PM
(08-05-2022, 05:09 PM)Bichitro Wrote: বেশ কিছুটা পড়া হয়েছে ....
যতোখানি পড়েছি তাতে মনে হচ্ছে গল্পোটা ভৌতিক ধরনের। যদি তাই হয় তাহলে প্রিফিক্স রোমান্স দেওয়া কেন ?
আর আপনার সুখ গল্পতেও একটা স্বমেহনের বর্ণনা পেয়েছিলাম। এখানেও পেলাম । স্বমেহন নিয়ে আপনার চিন্তা ভাবনা কি ?
❤️❤️❤️
কেন এই প্রেফিক্স সেটা পরে বুঝতে পারবে... তার জন্য পুরোটা পড়তে হবে অবস্যই... কিন্তু আমার অনুরোধ... শেষের পৃষ্ঠা আগে উল্টে দেখো না... পর্বগুলি পর পর পড়ে যাও... ভালো লাগবে বলেই মনে হয়... আর এই ভাবে মাঝে মধ্যে পর্বের বিশ্লেষনগুলি এখানে তুলে ধরলে আমার ভালো লাগবে...
হ্যা, আমার অনেক গল্পেই এই স্বমেহন থাকে... কারন আমার মতে হস্তমৈথুন বা স্বমেহন একটি সুস্থ ও স্বাভাবিক প্রক্রিয়া... মানুষ তার বয়ঃসন্ধিকালে ইস্ট্রোজেনের প্রভাবে যখন নিজের দেহের পরিবর্তন প্রত্যক্ষকরতে শুরু করে এবং তাদের মনের মধ্যে যৌন চেতনার উদ্রেক আবিষ্কার করে, তখন থেকে তারা স্বমেহন প্রবৃত হয়... এটাকে আমি কখনই খারাপ বলবো না... বরং এই কার্যক্রম অনেকাংশেই স্ট্রেস বাস্টারের কাজ করে থাকে... আর শুধু তাই নয়... বয়সন্ধিতে আমাদের সমাজে খুব সহজে একজন যৌন সঙ্গী পাওয়া অসাধ্য প্রায়... সেখানে স্বমেহন শরীরের মধ্যে যে যৌনক্ষুধা গড়ে ওঠে, তা স্বমেহনের মাধ্যমে তাকে স্তিমিত করে তোলার এক এবং সব চেয়ে আলো উপায় বলে মনে করি... এটা শুধু মাত্র ছেলেদের মধ্যেই নয়... পৃথিবীর ৮৫% মহিলা বা মেয়ে স্বমেহন করে থাকে... কিন্তু এটাও ঠিক... অত্যধিক যেমন কোন কিছুই ভালো নয়... ঠিক তেমনই অত্যধিক হস্তমৈথুনও শরীর বা মনের পক্ষে ভালো নয়... আর তার সাথে আরো একটি ব্যাপার থাকে, তা হলো সামাজিকতা... এই প্রক্রিয়াটি আমি মনে করি একান্তই একটা নিজস্ব ব্যাপার, তার সেটি যতক্ষন সর্বসমক্ষ্যের আড়ালে ঘটছে, ততক্ষন পর্যন্তই সেটি রুচিশিল থাকে, কিন্তু যখনই সেটিকে বাইরের লোক চক্ষুর সামনে প্রদর্শিত করে তোলা হয়, তখন সেটির মধ্যে কোন রুচিশিলতা বেঁচে থাকে না... তখন সেটি অত্যন্ত কদর্য একটি কার্যে পরিণত হয়ে ওঠে...
এটি সম্পূর্ণ ভাবেই আমার অভিমত... বিদগ্ধজনের মত হয়তো অন্য হতে পারে...