09-05-2022, 12:36 PM
(This post was last modified: 09-05-2022, 12:37 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
এই গলার স্বর শুনে যতটা বুঝলাম। গল্পে বর্ণিত নারিটির চরিত্র অসাধারণ এক মিল। সেটাই স্বভাবিক তবে আমি যদি আরও স্পষ্ট করে বলতে চাই তাহলে বলবো -
এই কণ্ঠ যার সে এমন এক নারী যে শিক্ষার উচ্চস্থানে বিরাজমান। যার কণ্ঠ বুঝিয়ে দেয় তার সততা কর্ম প্রতি। যে দায়িত্বজ্ঞান সম্পন্ন, যে আরও জানার পিপাসু, যে বোঝে পৃথিবীর কষ্ট, যে বোঝে প্রকৃতির চাহিদার মূল্য, যে প্রচন্ড ভালো আবার বন্ধুদের মাঝে ততটাই খোলামেলা । এই কণ্ঠতে আরও বুঝলাম সে পেতে চায় আরও অনেক শিক্ষা, জানতে চায় মহাশূন্যর সৃষ্টি, যে কিছু পেলেও সুখী আর না পেলেও দুঃখী নয় আর শেষে এই কণ্ঠেই বোঝা যায় এই নারীর রূপ যৌবন ও শরীরী চাহিদা অনেক, সে কামদেবীর রূপ, আবার সে মায়ের মেয়েও, আবার সে নিজেও মা। নাই বাঁ হলো নিজ সন্তানের কিন্তু তার মাতৃত্ব সুলভ কিছু গুন এই কণ্ঠে লুকানো আর সে খুবই দুস্টুও।