08-05-2022, 08:02 PM
(08-05-2022, 06:03 PM)Somnaath Wrote: দেখো আজকের পর্বটি পড়ে আমি খুব একটা কিছু অবাক হইনি, আমার কাছে এটাই expected ছিলো।
তবে একটা কথা বলতেই হয়, তোমার মতো নারীমন বোধহয় আর কেউ বোঝে না। তুমি বরাবরই চমক দিতে সিদ্ধহস্ত, তবুও আমার কেন জানি না মনে হচ্ছে এই গল্পের পরিনতি একদম অন্যরকম হতে চলেছে, যা আমরা কেউ কল্পনাও করতে পারি না। যাই হোক আরো দীর্ঘায়িত হোক এই জার্নি
শুধু এটা কেন, আমার আগের উপন্যাসগুলির সমাপ্তিও আগে থেকে কেউ অনুধাবন করতে পারেনি এটা নিশ্চিত ভাবে বলতে পারি। আর তোমাদের অ্যাটেনশন এবং ভালোবাসা পেলে অবশ্যই এই উপন্যাসের জার্নি লম্বা হবে। সঙ্গে থাকো .. পড়তে থাকো ..